কংগ্রেসকে রাজধানীর সদর দফতর খালি করার নোটিস কেন্দ্রের

Updated By: Feb 20, 2015, 10:24 AM IST
কংগ্রেসকে রাজধানীর সদর দফতর খালি করার নোটিস কেন্দ্রের

রাজধানীতে কংগ্রেসের সদর দফতর খালি করতে নোটিস দিল কেন্দ্র। তাতে বলা হয়েছে, দু হাজার দশের পঁচিশে জুন থেকে চব্বিশ নম্বর আকবর রোডের বাংলো বাড়িটি নিজেদের দখলে রেখেছে কংগ্রেস। ২০১৩ সালের ২৬ জুন চুক্তির মেয়াদ শেষ হয়। অথচ বাড়িটি খালি করা হয়নি। তাই এবার বাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত অর্থও চেয়েছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক।

এবার সরাসরি কংগ্রেসের সদর দফতরেই কামান দাগল মোদী সরকার। দিল্লির চব্বিশ নম্বর আকবর রোডে এআইসিসির সদর দফতর খালি করতে নোটিস দিল কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক। পাশেই ২৫ আকবর রোডে কংগ্রেস সেবাদলের দফতরও খালি করতে নোটিস দেওয়া হয়েছে। গতবছর জুন মাসেই নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এই নোটিস দেওয়া হয়। কিন্তু, তারপরও বাড়িদুটি খালি না করায় ফের নোটিস দিয়েছে নগরোন্নয়ন মন্ত্রক। নোটিসে বলা হয়েছে, বাড়িদুটি খালি না করা পর্যন্ত বাজারদরে ভাড়া দিতে হবে।নোটিস পাওয়ার কথা স্বীকার করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মোতিলাল ভোরা। গোটা বিষয়টি কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণের নজির। প্রতিক্রিয়া কংগ্রেস নেতৃত্বের।

 

.