খনিজ, কয়লা বিল নিয়ে আজ উত্তাল হতে পারে রাজ্যসভা

Updated By: Mar 20, 2015, 08:28 AM IST
খনিজ, কয়লা বিল নিয়ে আজ উত্তাল হতে পারে রাজ্যসভা

খনি ও খনিজ বিল এবং কয়লা বিল নিয়ে আজ ফের উত্তাল হতে পারে রাজ্যসভা। বিরোধীদের হই হট্টগোলে বৃহস্পতিবার দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিনও এই বিল পাশ না হলে অধিবেশনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।খনি ও খনিজ সংশোধনী বিল নিয়ে বৃহস্পতিবার উত্তাল ছিল রাজ্যসভা। দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন।

খনি বিলে রাজ্যসভার সিলেক্ট কমিটি যেসব সুপারিশ করেছিল, তা মানা হয়নি বলেই অভিযোগ করে বামেরা। বিলটি ফের সিলেক্ট কমিটির কাছে ফেরত পাঠানোর দাবি জানায় সিপিআইএম। কিন্তু সেই দাবি খারিজ করে দেন অরুণ জেটলি। বিলের বিরোধিতা করে কংগ্রেসও।ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। বিক্ষোভের জেরে দফায় দফায় অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান।  শুক্রবার বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন এই বিল পাস করাতে চেষ্টা করবে সরকার। সেইসঙ্গে কয়লা বিলও পাস করাতে মরিয়া বিজেপি। বিল পাস না হলে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ ফের বাড়ানোর কথাও বলছে সরকার। এভাবে বারবার অধিবেশনের মেয়াদ বাড়ানোর নিন্দা করেছে বিরোধীরা।

 

.