ছত্রধরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ খারিজ

ছত্রধর মাহাতর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা খারিজ হয়ে গেল ঝাড়গ্রাম আদালতে। প্রমাণের অভাবে ওই মামলা খারিজ হয়ে যায় আজ। ২০০৯ সালে কিষেণজির সঙ্গে বৈঠক করেছিলেন ছত্রধর এবং শশধর মাহাত। এই অভিযোগে ছত্রধর মাহাতর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে লালগড় পুলিস।

Updated By: Mar 21, 2013, 06:20 PM IST

ছত্রধর মাহাতর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা খারিজ হয়ে গেল ঝাড়গ্রাম আদালতে। প্রমাণের অভাবে ওই মামলা খারিজ হয়ে যায় আজ। ২০০৯ সালে কিষেণজির সঙ্গে বৈঠক করেছিলেন ছত্রধর এবং শশধর মাহাত। এই অভিযোগে ছত্রধর মাহাতর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে লালগড় পুলিস।
এরপরে গ্রেফতার করা হয় ছত্রধরকে। পরে রাষ্ট্রদ্রোহিতা মামলায় শুনানি এবং সাক্ষ্যগ্রহণ শেষ হয়। কিন্তু প্রমাণাভাবে আজ সেই মামলায়  ছত্রধরকে বেকসুর খালাসের নির্দেশ দেন বিচারক। এখন ইউএপিএ ধারায় জেলে বন্দি ছত্রধর মাহাত। তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা চালু রয়েছে।

.