হিন্দুদের ভয়ে কেরলে গিয়ে দাঁড়াচ্ছেন রাহুল, তোপ মোদীর

মহারাষ্ট্রে এনডিএ-র  সভায় নরেন্দ্র মোদী বলেন, ''হিন্দু সন্ত্রাস' শব্দের উদ্ভব ঘটিয়েছিল কংগ্রেস। শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল

Updated By: Apr 1, 2019, 06:39 PM IST
হিন্দুদের ভয়ে কেরলে গিয়ে দাঁড়াচ্ছেন রাহুল, তোপ মোদীর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: এ বার কটাক্ষ এল রাহুলের অন্যতম প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর থেকে। ওয়াইনাড় কেন্দ্র থেকে রাহুল গান্ধীর দাঁড়ানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, হিন্দুদের ভয়ে কেরলে চলে গেলেন তিনি। শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দিয়ে সনাতন ধর্মকে অপমান করেছে কংগ্রেস। তাই সংখ্যাগুরু কেন্দ্র থেকে লড়তে ভয় পাচ্ছেন তিনি।

মহারাষ্ট্রে এনডিএ-র  সভায় নরেন্দ্র মোদী বলেন, ''হিন্দু সন্ত্রাস' শব্দের উদ্ভব ঘটিয়েছিল কংগ্রেস। শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল। হাজার বছরের ইতিহাসে একটাও হিন্দু সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে? ইংরেজ ইতিহাসবিদরাও কখনও হিন্দুদের  সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেননি''।   মোদী আরও বলেন, ''হিন্দুদের অপমানিত করেছে কংগ্রেস। এবারের নির্বাচনে ওদের শায়েস্তা করবেন মানুষ। আর তাই সনাতনী সম্প্রদায়ের সংখ্যাধিক্য কেন্দ্রে ভোটে লড়তে ভয় পাচ্ছেন  কংগ্রেস নেতারা''।

আরও পড়ুন- লালুর কেন্দ্র সারন থেকে ভোটে দাঁড়ানোর হুঁশিয়ারি বড় ছেলে তেজ প্রতাপের

উত্তরপ্রদেশের অমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে এবারও বিজেপি প্রার্থী করেছে দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। ২০১৪ সালে তিনি রাহুলের বিরুদ্ধে প্রায় এক লক্ষ ভোটে হেরে গিয়েছিলেন। কেরলের ওয়াইনাড়েই রাহুলের বিরুদ্ধে বিজেপি সরাসরি লড়াইয়ে নামছে না। বরং ওই আসনে টিকিট দেওয়া হয়েছে এনডিএ শরিককে। সেখানে প্রার্থী করা হচ্ছে, তুষার ভেলাপল্লিকে। তিনি ভারতীয় ধর্ম জন সেনার সভাপতি। ওয়াইনাড়ে কংগ্রেসের রাজনৈতিক জমি বেশ শক্ত। ২০০৯ সাল থেকে সেখানে কংগ্রেসের প্রার্থী জিতছেন। সেই আসনে এবার রাহুল গান্ধী লড়াইয়ে নেমেছেন। বিপক্ষে সিপিআই-এরও একজন প্রার্থী রয়েছেন।

.