ইনশাল্লাহ, শান্তি ফিরে আসবে, অমিতের নির্দেশ মহল্লায় মহল্লায় ঢুঁ মারলেন দোভাল

উত্তর-পূর্ব দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেওয়া হয়েছে অজিত দোভাল।

Updated By: Feb 26, 2020, 08:20 PM IST
ইনশাল্লাহ, শান্তি ফিরে আসবে, অমিতের নির্দেশ মহল্লায় মহল্লায় ঢুঁ মারলেন দোভাল

নিজস্ব প্রতিবেদন: 'ইনশাল্লাহ, শান্তি ফিরে আসবে।' উত্তর-পূর্ব দিল্লির হিংসাগ্রস্ত এলাকায় গিয়ে বাসিন্দাদের আশ্বস্ত করলেন অজিত দোভাল। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই বিধ্বস্ত এলাকাগুলিতে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরে অমিত শাহকে পর্যালোচনা রিপোর্ট দেন। দোভালের বার্তা,''দেশকে ভালোবাসুন, পড়শির সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। একে অপরের সমস্যা না বাড়িয়ে সমাধানের চেষ্টা করুন আপনারা।''      

উত্তর-পূর্ব দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেওয়া হয়েছে অজিত দোভাল। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন শুরু করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দুপুরে পৌঁছে যান হিংসাগ্রস্ত মৌজপুরে। অলিগলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন দিল্লি পুলিসের স্পেশাল কমিশনার (আইনশৃঙ্খলা) এসএন শ্রীবাস্তব। অজিত দোভাল সাংবাদিকদের বলেন,''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মেনে এসেছি। পুলিস নিজের কাজ করছে। সাধারণ মানুষ একসঙ্গে থাকতে চান। কোনও শত্রুতা নেই। কয়েকজন দুষ্কৃতী হিংসা ছড়াচ্ছে। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইনশাল্লাহ শান্তি ফিরে আসবে।''

স্থানীয় এক মহিলাকে দোভাল বলেন,''ভালোবাসার পরিবেশ ধরে রাখুন। আমাদের একটাই দেশ। সবাইকে মিলে দেশকে এগিয়ে যেতে হবে।''     

গতরাতে জাফরাবাদ, মৌজপুর ও গোকুলপুরীতে পরিদর্শনে গিয়েছিলেন অজিত দোভাল। একটি সংবাদ চ্যানেলকে তিনি বলেছিলেন, দিল্লি পুলিসের সদিচ্ছা ও দক্ষতার উপরে সংশয় রয়েছে সাধারণ মানুষের। এটা দূর করতে হবে। উর্দিধারীদের উপরে মানুষের ভরসা ফেরানো দরকার।'' এদিন মহল্লায় মহল্লায় ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন দোভাল। তার ভিত্তিতে কী কী পদক্ষেপ করা দরকার ও বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।    

আরও পড়ুন- হৃদয়টা খুব কাঁদছিল, দিল্লির ভাই-বোনেদের জন্য প্রার্থনা করলাম, পুরীতে মমতা

.