হৃদয়টা খুব কাঁদছিল, দিল্লির ভাই-বোনেদের জন্য প্রার্থনা করলাম, পুরীতে মমতা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Feb 26, 2020, 06:57 PM IST
হৃদয়টা খুব কাঁদছিল, দিল্লির ভাই-বোনেদের জন্য প্রার্থনা করলাম, পুরীতে মমতা

নিজস্ব প্রতিবেদন: বছর তিনেক আগে পুরীর মন্দিরে পুজো দিতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। দিল্লির ভাই-বোনদের জন্য প্রার্থনাও করলেন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার পুরীর মন্দিরে পুজো দিলেন। বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির হিংসা নিয়ে উদ্বেগপ্রকাশ করে সাংবাদিকদের বলেন,''মানুষে মানুষে ভেদাভেদ নয়, বিভেদ নয়। সব মানুষ শান্তিতে থাকুন। দিল্লিতে যা হচ্ছে, আমার হৃদয়টা আজ খুব কাঁদছিল। আমি এসেছি শান্তির জন্য। আমার সব ভাই-বোনেরা যাতে ভালো থাকে, তাঁদের জন্য প্রার্থনা করার জন্য এসেছি।''

মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বর পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের ৫টি রাজ্যের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। সেই বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতের সঙ্গে তাঁর আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। গতকাল, মঙ্গলবার দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "যা চলছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কেন চলছে আমি জানি না। আমরা নজর রাখছি। আমি মনে করি, সবার শান্তি বজায় রাখা দরকার। আমাদের দেশ শান্তির দেশ। মানবতার দেশ। সবাইকে নিয়ে চলার দেশ। ধর্মনিরপেক্ষ দেশ। এখানে হিংসার কোনও স্থান নেই।" 

দিল্লিতে আধা সেনা ডাকার পরও থামছে না হিংসা। ৩৫ কোম্পানি থেকে আধা সেনা বাড়িয়ে করা হয়েছে ৪৫ কোম্পানি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। দিল্লির ঘটনা নিয়ে তিনটি ভাষায় কবিতা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুন সেই কবিতা- তুমি-আমি নীরব-বধির, দিল্লির হিংসা নিয়ে ৩টি ভাষায় কবিতা লিখলেন মমতা    

.