অসমে ফের ট্রেনের ধাক্কায় ৫টি হাতির মৃত্যু

  ট্রেনের ধাক্কায় ৫টি হাতির মৃত্যু হল। রবিবার ভোররাতে অসমের হোজাই জেলার হাবিপুরে গুয়াহাটি-শিলচর এক্সপ্রেসে কাটা পড়ে হাতিগুলি। এই ঘটনায় ট্রেনের ইঞ্জিনটিরও ক্ষতি হয়েছে।

Updated By: Feb 11, 2018, 05:06 PM IST
অসমে ফের ট্রেনের ধাক্কায় ৫টি হাতির মৃত্যু
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন :  ট্রেনের ধাক্কায় ৫টি হাতির মৃত্যু হল। রবিবার ভোররাতে অসমের হোজাই জেলার হাবিপুরে গুয়াহাটি-শিলচর এক্সপ্রেসে কাটা পড়ে হাতিগুলি। এই ঘটনায় ট্রেনের ইঞ্জিনটিরও ক্ষতি হয়েছে।

বনদফতর সূত্রে খবর, রবিবার ভোররাতে লামডিঙের জঙ্গল থেকে আনুমানিক ৭২টি হাতির একটি পাল বেরিয়ে রেললাইন পার করছিল। সেই সময় তাদের ধাক্কা দেয় ট্রেনটি। ট্রেনটির গতি বেশি থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিগুলির। যদিও রেলের দাবি, এলাকাটি এলিফ্যান্ট করিডর হওয়ায় ট্রেনের গতি ঘণ্টায় ২০ কিলোমিটারের বেশি ছিল না। দুর্ঘটনার পর দীর্ঘসময় ধরে হাতিগুলির দেহাংশ লাইনের ওপর পড়ে থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

গত এক বছরে অসমে ট্রেনের ধাক্কা, মানুষের হানা সহ একাধিক কারণে কমপক্ষে ৭০টি হাতির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- ট্রু কলারের মাধ্যমে আপনি সহজেই এই ১২ ধরনের কাজ সারতে পারেন

.