আত্মমর্যাদায় ঘা পড়লে সুপারপাওয়ারকেও ছেড়ে কথা বলবে না ভারত: রাজনাথ

ভারত শান্তিপ্রিয়ই, কিন্তু গৌরবে আঘাত লাগলে সে চুপ করে থাকবে না।

Updated By: Jan 15, 2021, 07:37 PM IST
আত্মমর্যাদায় ঘা পড়লে সুপারপাওয়ারকেও ছেড়ে কথা বলবে না ভারত: রাজনাথ

নিজস্ব প্রতিবেদন: এমনিতে ভারত শান্তিপ্রিয়ই, কিন্তু তার গৌরবে ঘা পড়লে সে অতি বড় শক্তিকেও ছেড়ে কথা বলবে না, জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার সশস্ত্রবাহিনীর পঞ্চম 'ভেটেরানস ডে' উপলক্ষে বায়ুসেনার সদর দফতরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই রাজনাথ (Defence minister Rajnath Singh) এক কড়া বার্তা (stern message) দিয়ে বলেন, ভারত একেবারেই যুদ্ধ চায় না। কিন্তু যত বড় সুপারপাওয়ারই (superpower) হোক না কেন, কেউ যদি এ দেশের গৌরবহানি (hurt India's self-esteem) করে কিছু করে তা হলে তার উপযুক্ত জবাব (befitting reply) দেওয়ার ক্ষমতা রাখে ভারতীয় সেনা।

রাজনাথ (Rajnath Singh) আরও বলেন, 'ভারত চিরকাল শান্তি এবং বন্ধুত্ব স্থাপনের পক্ষে। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় আগ্রহী। কারণ এ দেশের সংস্কৃতিতেই সেটা রয়েছে। 

Also Read: Corona Caller Tune থেকে সরছে অমিতাভ বচ্চনের ব্যারিটোন

.