'হাতে পর্যাপ্ত অর্থের জোগান রয়েছে', জানাল RBI

অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থের মজুত রয়েছে। ফলে, নিভর্য়ে টাকা তুলুন আর খরচ করুন। এমনটাই জানাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।

Updated By: Nov 17, 2016, 05:54 PM IST
'হাতে পর্যাপ্ত অর্থের জোগান রয়েছে', জানাল RBI

ওয়েব ডেস্ক : অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থের মজুত রয়েছে। ফলে, নিভর্য়ে টাকা তুলুন আর খরচ করুন। এমনটাই জানাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।

আজ দিল্লিতে RBI-এর সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক নেতৃত্ব। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নোট বাতিল সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সরকারের হাতে পর্যাপ্ত টাকা আসার আগেই এই সিদ্ধান্তের প্রতিবাদে নামেন তারা।

আরও পড়ুন- "আজই ২২,৫০০ ATM-এর প্রযুক্তিগত পরিবর্তন ঘটানো হবে"

এই ঘটনার পরই আজ দুপুরে RBI-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে। আর তাই কোনও ভাবেই ভয় পাওয়ার কারণ নেই।

গত ৮ নভেম্বর নরেন্দ্র মোদী দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন। কালো টাকা রোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো  হয়েছে সরকারের তরফে।

.