মহাকাশে সাতটা উপগ্রহ পাঠালো ইসরো

আজ অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে ইসরো নিজেদের ১০১ তম সফল উৎক্ষেপণ সেরে ফেলল। সোমবার ইন্দো-ফরাসি উপগ্রহ `সরল` সোমবার সন্ধে ছটা নাগাদ পিসিএলভি-২০ রকেটে চেপে সপ্তম ভারতীয় কৃত্রিম উপগ্রহ হিসাবে মহাকাশ পাড়ি দিল।

Updated By: Feb 25, 2013, 10:39 PM IST

আজ অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে ইসরো নিজেদের ১০১ তম সফল উৎক্ষেপণ সেরে ফেলল। সোমবার ইন্দো-ফরাসি উপগ্রহ `সরল` সোমবার সন্ধে ছটা নাগাদ পিসিএলভি-২০ রকেটে চেপে সপ্তম ভারতীয় কৃত্রিম উপগ্রহ হিসাবে মহাকাশ পাড়ি দিল।
`সরল`-এর সঙ্গেই আরও ছটি বিদেশী মিনি ও মাইক্রো উপগ্রহও `সরল`-এর সঙ্গী হয়ে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিসিএলভি-২০-এর সঙ্গী হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসাবে আজ ইসরোতে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, `সরল`-এর মহাকাশ যাত্রা ২০১৩-তে ইসরোর নেওয়া দশটি প্রকল্পের প্রথম।

.