বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর টোকিও, ৪৩তম স্থানে দিল্লি

Updated By: Oct 13, 2017, 09:45 PM IST
বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর টোকিও, ৪৩তম স্থানে দিল্লি

ওয়েব ডেস্ক: বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় ফের শীর্ষস্থানে টোকিও।দ্য ইকনমিস্টের তালিকায় দিল্লি এবং মুম্বই যথাক্রমে ৪৩ ও ৪৫ তম স্থানে রয়েছে। 

ইকনমিস্টের বিশেষ দল এই তালিকা তৈরি করেছে। ডিজিটাল, স্বাস্থ্য, পরিকাঠামো ও ব্যক্তিগত সুরক্ষার মতো বিষয়গুলি বিবেচনা করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তায় এগিয়ে রয়েছে টোকিও।উল্লেখযোগ্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও শহর প্রথম দশে ঠাঁই পায়নি। প্রথম কুড়িতে রয়েছে সান ফ্রান্সিসকো। তালিকায় সবচেয়ে নীচের দিকের শহরের মধ্যে রয়েছে ঢাকা ও করাচি। এছাড়া জাকার্তা, ম্যানিলা ও হো-চি-মিন শহরও আছে। আফ্রিকার কাইরো এবং তেহরানও রয়েছে নীচের দিকে।

ইকনমিস্টের ক্রিস ক্লেগ জানিয়েছেন, যে কোনও শহরে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাও চ্যালেঞ্জের মুখে পড়ে। এই সমীক্ষায় সন্ত্রাসবাদের সংকট নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। সমৃদ্ধি নগরগুলিকে নিশানা করছে সন্ত্রাসবাদীরা।

আরও পড়ুন,  সেপ্টেম্বরে রফতানি বৃদ্ধি পেল ২৫.৬৭%, কমল বাণিজ্য ঘাটতি

.