আজ টি২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ছয় ছক্কা মারার ১০ বছর হল

Updated By: Sep 19, 2017, 04:01 PM IST
আজ টি২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ছয় ছক্কা মারার ১০ বছর হল

ওয়েব ডেস্ক: আজ ১৯ সেপ্টেম্বর। ২০১৭ সালে আজকের দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মহালয়ার জন্য। কিন্তু, ২০০৭ সালের এই ১৯ সেপ্টেম্বরের দিনটা যে ক্রিকেটপ্রেমীদের কাছে খুব স্পেশাল। কারণ, এই দিনেই যে টি২০ বিশ্বকাপে ছ' বলে ছ'টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ডারবানের সেই ম্যাচে ১৯তম ওভারে বল করতে এসেছিলেন স্টুয়ার্ট ব্রড। তিনি বল করতে আসার কয়েক মিনিট আগেই স্লেজিং করে যুবরাজকে তাতিয়ে দিয়েছিলেন প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। আর তারপরেই ব্রডের এক ওভারের ছ'টি বলই ছিটকে গিয়ে পড়েছিল মাঠের বাইরে।

আরও পড়ুন বিমানবন্দরে মহেন্দ্র সিং ধোনির শুয়ে থাকার ছবি ভাইরাল

আজ ১০ বছর পর সেই দিনের কথা মনে করতে গিয়ে যুবরাজ সিং বলেছেন, 'দিনটা ১০ বছর আগের। কিন্তু, সবকিছুই আমার স্মৃতিতে এখনও টাটকা। তখন আমরা দল হিসেবে মোটেও খুব একটা ভাল খেলছিলাম না। কয়েক মাস আগেই একদিনের ক্রিকেট বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্স করে এসেছিলাম আমরা। আমাদের টি২০ বিশ্বকাপের দলে সচিন, সেহবাগ, সৌরভদের মতো সিনিয়র ক্রিকেটারও ছিল না। তারপরেও আমরা বিশ্বকাপ জিতি। আর বিশ্বকাপ জেতার ফলে আমার ওই ছয়-ছক্কা মারার দিনটা অর্থাত, ১৯ সেপ্টেম্বর আমার কাছে আরও বেশি স্পেশাল হয়ে যায়। আমি প্রত্যেকটা বল, যেটা যেমনভাবে খেলা উচিত, তেমন করেই খেলছিলাম। শেষে দেখলাম, সবকটা বলই গিয়ে পড়ল মাঠের বাইরে।'

 

আরও পড়ুন  জেনে নিন, চেন্নাইতে ৭৯ রান করার পর ধোনি কী কী রেকর্ড গড়লেন

.