Chetehwar Pujara, WTC Final 2023: বিশ্ব টেস্ট ফাইনালের আগে পূজারার শতরান, স্বস্তিতে রোহিতের টিম ইন্ডিয়া

দ্বিতীয় ডিভিশন কাউন্টিতে বিরুদ্ধে নেমেছিলেন সাসেক্সের অধিনায়ক। ব্রাইডন কার্সের বলে পর পর দু’টি চার মেরে শতরান পূরণ করেন তিনি। ১৩৪ বলে শতরান করেছেন তিনি। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 8, 2023, 06:13 PM IST
Chetehwar Pujara, WTC Final 2023: বিশ্ব টেস্ট ফাইনালের আগে পূজারার শতরান, স্বস্তিতে রোহিতের টিম ইন্ডিয়া
শতরানের পর ব্যাট দেখাচ্ছেন চেতেশ্বর পূজারা। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল (IPL 2023) পর্ব মিটলেই ইংল্যান্ডে (England) উড়ে যাবে টিম ইন্ডিয়া (Team India)। আগামী ৭ জুন থেকে ওভালের বাইশ গজে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল (World Test Championship Final 2023) খেলতে নামবে ভারতীয় দল। এর আগে সাসেক্সের (Sussex) জার্সি গায়ে চাপিয়ে ফের শতরান করলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। গতবারও এই দলের হয়েই প্রচুর রান করেছিলেন ভারতের টেস্ট ব্যাটিংয়ের মেরুদণ্ড। 

দ্বিতীয় ডিভিশন কাউন্টিতে বিরুদ্ধে নেমেছিলেন সাসেক্সের অধিনায়ক। ব্রাইডন কার্সের বলে পর পর দু’টি চার মেরে শতরান পূরণ করেন তিনি। ১৩৪ বলে শতরান করেছেন তিনি। তাঁর এই ইনিংস ১৩টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো ছিল। টম ক্লার্কের সঙ্গে ১১২ রানের জুটি গড়েন তিনি।

আরও পড়ুন: Shah Rukh Khan, IPL 2023: ইডেনে কি ছেলে আরিয়ানের হুডি পরে এসেছিলেন 'কিং খান'? তোলপাড় সোশ্যাল মিডিয়া

আরও পড়ুন: Mahendra Singh Dhoni, IPL 2023: মুকুটে নতুন পালক, ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের নামে সংরক্ষিত আসনের উদ্বোধন করলেন 'ক্যাপ্টেন কুল' দেখুন ভাইরাল ভিডিয়ো

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি পুজারার ৫৭তম শতরান। ২৪৬টি ম্যাচ খেলেছেন তিনি। ১৮ হাজারের বেশি রান রয়েছে তাঁর। গড় ৫১-র বেশি। কাউন্টির সঙ্গে পুজারার অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। গত বছর কাউন্টিতে ভালো খেলেই ভারতের টেস্ট দলে ফিরেছিলেন তিনি। এবারও জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগে প্রস্তুতি সেরে নিচ্ছেন তিনি। গত মরসুমে কাউন্টিতে আটটি ম্যাচে ১০৯৪ রান করেছিলেন তিনি। গড় ছিল ১০৯.৪০। পাঁচটি শতরান ছিল তাঁর নামের পাশে। তার পরে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে ৬২৪ রান করেছিলেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.