শাস্ত্রীর নির্দেশে Yo-Yo টেস্টে টার্গেট বাড়ছে কোহলিদের!

এতদিন জাতীয় দলে জায়গা পেতে হলে ইয়ো-ইয়ো টেস্টে ১৬.১ স্কোর করতে হত শামি-বুমরাদের।

Updated By: Sep 10, 2019, 02:46 PM IST
শাস্ত্রীর নির্দেশে Yo-Yo টেস্টে টার্গেট বাড়ছে কোহলিদের!

নিজস্ব প্রতিবেদন : এবার ফিটনেস বাড়ানোর টার্গেট বাড়ছে কোহলিদের। ১৬.১ থেকে টার্গেট বেড়ে হচ্ছে ১৭। ইয়ো ইয়ো টেস্টে ১৭ পেলে তবেই জাতীয় দলে জায়গা মিলবে ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে কোহলিদের জন্য নতুন এই টার্গেট সেট করে দিলেন কোচ রবি শাস্ত্রী।

দ্বিতীয়বার ভারতীয় ক্রিকেট দলের কোচ নিযুক্ত হয়েছেন রবি শাস্ত্রী। কোচের পদে শাস্ত্রীর মেয়াদ বাড়তেই ফিটনেসে জোর দেওয়া শুরু করে দিলেন তিনি। বেঙ্গালুরু মিরর নামে এক পত্রিকার রিপোর্ট অনুযায়ী, এতদিন জাতীয় দলে জায়গা পেতে হলে ইয়ো-ইয়ো টেস্টে ১৬.১ স্কোর করতে হত শামি-বুমরাদের। কিন্তু এবার জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিটনেস দক্ষতা আরও বাড়াতে হবে রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের। ইয়ো ইয়ো টেস্টে ১৭ স্কোর করলে তবেই জাতীয় দলের ছাড়পত্র মিলবে ক্রিকেটারদের।

আরও পড়ুন - ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক কায়রন পোলার্ড

.