ধোনির এত ট্রফি জেতার পিছনে রয়েছে সৌরভের অবদান! ব্যাখ্য়া দিলেন গম্ভীর

মোটের উপর দাদার কঠোর পরিশ্রমের জোরেই ট্রফি জিতেছে ধোনি, এটাই গম্ভীরের -ইনসাইড আউট।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 12, 2020, 01:50 PM IST
ধোনির এত ট্রফি জেতার পিছনে রয়েছে সৌরভের অবদান! ব্যাখ্য়া দিলেন গম্ভীর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ১৯৮৩-এর পর বিশ্বকাপ এসেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। বহু সফল যুদ্ধের নায়ক মাহি। তবে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের কথায়, ধোনি এত ট্রফি পেয়েছে সৌরভ গাঙ্গুলির জন্যই। দাদার বানানো দলের ফসলই পেয়েছে ধোনি। টেস্ট ম্যাচে মাহির হাত ধরে সেরা দল হয়ে উঠেছিল ভারত। তবে এখানেও সৌরভ গাঙ্গুলিরই অবদান বলেছেন গম্ভীর।

আরও পড়ুন:মাছির মতো তাড়িয়ে দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানেকে''

ধোনির নেতৃত্বে টেস্ট ক্রিকেটে সাফল্যের অন্যতম কারণ জাহির খান। আর সেই জাহির খানের ক্রেডিট দাদার। এভাবেই সৌরভ গাঙ্গুলির পক্ষ নিয়ে স্টেপ আউট করেছেন গম্ভীর। ধোনির সঙ্গে ২০০৭ এর টি-২০ বিশ্বকাপ থেকে ২০১১, দুই বড় পাওয়ার সঙ্গী গৌতম গম্ভীর। ২০১১ বিশ্বকাপে গম্ভীরের ৯৭ রানের ইনিংস আজও ভোলেনি দেশবাসী।

কিন্তু তাঁর বক্তব্য স্পষ্ট। ধোনি ভাগ্যবান যে তাঁর নেতৃত্বে সচিন, সেওয়াগ, যুবরাজ,ইউসুফ, বিরাটের মতো প্লেয়াররা খেলেছে। আর এজন্যই সহজ হয়েছে বিশ্বকাপ জেতা। মোটের উপর দাদার কঠোর পরিশ্রমের জোরেই ট্রফি জিতেছে ধোনি, এটাই গম্ভীরের -ইনসাইড আউট।

.