কল্যানীতে প্রয়াগের ম্যাচে জোর গন্ডগোল

কল্যানীতে প্রয়াগ ইউনাইটেড ও কালিঘাট এমএস ম্যাচ ঘিরে গন্ডগোল সৃষ্টি হয়। ম্যাচে খারাপ রেফারিংয়ের জন্য দুই দলই ম্যাচ চলাকালীন প্রতিবাদ শুরু করে। লাইন্সম্যানের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রয়াগ ইউনাইটেড কোচ এলকো সাটোরি। ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন এলকো। ম্যাচে ২-১ গোলে প্রয়াগ ইউনাইটেড জিতলেও,ম্যাচ শেষে দুই দলের মুখেই শোনা গেল রেফারিং নিয়ে একরাশ ক্ষোভ।

Updated By: Jan 30, 2013, 09:02 PM IST

কল্যানীতে প্রয়াগ ইউনাইটেড ও কালিঘাট এমএস ম্যাচ ঘিরে গন্ডগোল সৃষ্টি হয়। ম্যাচে খারাপ রেফারিংয়ের জন্য দুই দলই ম্যাচ চলাকালীন প্রতিবাদ শুরু করে। লাইন্সম্যানের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রয়াগ ইউনাইটেড কোচ এলকো সাটোরি। ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন এলকো। ম্যাচে ২-১ গোলে প্রয়াগ ইউনাইটেড জিতলেও,ম্যাচ শেষে দুই দলের মুখেই শোনা গেল রেফারিং নিয়ে একরাশ ক্ষোভ।
ক্রিশ্টোফারের গোলে এগিয়ে যায় কালিঘাট এমএস। এরপর মহম্মদ রফিকের জোড়া গোলে ম্যাচ জিতে যায় প্রয়াগ ইউনাইটেড।
এদিকে আইলিগের দ্বিতীয় ডিভিশনের জন্য আরও তিনটি ক্লাবকে অন্তর্ভুক্ত করল এআইএফএফ। বাংলা থেকে ভবানীপুর ছাড়া রয়েছে জসকো এফসি ও লুয়াঙ্গমুয়াল এফসি ক্লাব।
 

.