East Bengal: দেশের জার্সিতে অভিষেকেই করেছেন গোল! জাতীয় দলের এই ফুটবলার এবার লাল-হলুদে

Emami East Bengal signs defender Nishu Kumar from Kerala Blasters FC: আসন্ন আইএসএলের জন্য একের পর এক ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল। নন্দকুমার সেকরে,  বোরহা হেরেরার পর এবার তরুণ ভারতীয় ডিফেন্ডার লাল-হলুদে।  

Updated By: Jun 14, 2023, 01:36 PM IST
East Bengal: দেশের জার্সিতে অভিষেকেই করেছেন গোল! জাতীয় দলের এই ফুটবলার এবার লাল-হলুদে
নিশু কুমার। ছবি-ইনস্টাগ্রাম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলের (ISL) কথা মাথায় রেখে মেজাজে দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী মরসুমের প্রথম ফুটবলার হিসেবে লাল-হলুদ তুলে নিয়েছিল ওড়িশা এফসি-র উইঙ্গার নন্দকুমার সেকরেকে (Nandha Kumar Sekar)। আন্তঃমহাদেশীয় কাপে জাতীয় দলে থাকা ফুটবলারকে নিয়ে সমর্থকদের মন কেড়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর দ্বিতীয় ফুটবলার হিসেবে লাল-হলুদ  হায়দরাবাদ এফসি (Hyderabad FC) থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরাকে (Borja Herrera) নেয়। আগামী মরসুমের তৃতীয় ফুটবলার হিসেবে এবার দলে এলেন কেরালা ব্লাস্টার্সের  (KBFC) নিশু কুমার (Nishu Kumar)। কেরল থেকে এক মরসুমের জন্য লোনে এসেছেন নিশু।  এখনও রেজিস্ট্রেশন করানো হয়নি তাঁর।

ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত খুব ভালো করে চেনেন ২৫ বছরের উত্তরপ্রদেশের ফুটবলারকে। ২০১৮-১৯ মরসুমে কার্লসের কোচিংয়েই বেঙ্গালুরু এফসি আইএসএল জিতেছিল। নিশু ছিলেন দলে। পিচের দুই প্রান্ত ধরে খেলার দক্ষতা রয়েছে নিশুর। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে খুশি হয়েছেন তিনি। নিশু বলছেন, 'ইস্টবেঙ্গলের মতো আইকনিক এক প্রতিষ্ঠানে যোগ দেওয়া আমার কাছের বিরাট গর্বের ব্যাপার। এই ক্লাবের বিশাল ফ্যান বেস রয়েছে। যে কোনও প্লেয়ারের কাছে সেটা বাড়তি মোটিভেশন। কার্লসের সঙ্গে ফের কাজ করব ভেবে আমি রোমাঞ্চিত। বেঙ্গালুরু এফসি-তে কার্লস আমাকে গ্রুম করেছেন। একসঙ্গে আবার প্রচুর ম্যাচ খেলব। প্রতি ম্যাচেই নিজেকে উজাড় করে ফ্যানদের মন ভরিয়ে দেব।' নিশুর সম্পর্কে বলতে গিয়ে কার্লস বলেন, 'নিশু যেমন প্রতিভাবান তেমনই প্রচণ্ড পরিশ্রমী প্লেয়ার। আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে।  ২০২২ সালেও ফাইনাল খেলেছে। আমার কোচিংয়ে খেলেই জাতীয় দলে ডাক পেয়েছিল। নিজের সেরাটাই মাঠে দেয় ও।'

আরও পড়ুন: East Bengal: বিরাট চমক লাল-হলুদের! মাঝমাঠের শক্তি বাড়াতে স্পেনের নক্ষত্র, মাতিয়েছেন লা লিগা

এআইএফএফ এলিট অ্যাকাডেমির গ্র্যাজুয়েট নিশু। ২০১৫ সালে যোগ দেন বেঙ্গালুরু এফসি-তে। অভিষেকেই সুনীল ছেত্রীদের সঙ্গে জেতেন আই-লিগ। নীল জার্সিতে পাঁচ বছর খেলেছেন তিনি। হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য়। নিশু বেঙ্গালুরুতে ছাপ রেখেই জাতীয় দলে সুযোগ পেয়ে যান। ২০১৮ সালের ১৮ নভেম্বর নিশু আম্মানে জর্ডনের বিরুদ্ধে খেলেছিলেন ভারতের জার্সিতে প্রথম ম্যাচ। অভিষেকেই করেন গোল। ২০২০-২১ মরসুমে নিশু চলে আসেন কেরালায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.