আজ ইউরো-যুদ্ধে জার্মানি-ইতালি

আজ ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে ইতালির বিরুদ্ধে খেলতে নামছে জার্মানি। ওয়ারশ স্টেডিয়ামে এই ম্যাচে ফুটবল বিশেষজ্ঞদের বিচারে এগিয়ে জার্মানি। তবে দু`দলের সাম্প্রতিক ফুটবল-দ্বৈরথের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে রয়েছে ইতালি।

Updated By: Jun 28, 2012, 02:55 PM IST

আজ ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে ইতালির বিরুদ্ধে খেলতে নামছে জার্মানি। ওয়ারশ স্টেডিয়ামে এই ম্যাচে ফুটবল বিশেষজ্ঞদের বিচারে এগিয়ে জার্মানি। তবে দু`দলের সাম্প্রতিক ফুটবল-দ্বৈরথের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে রয়েছে ইতালি।
ফাইনালে স্পেনের মুখোমুখি কে হবে,তার সিদ্ধান্ত হবে আজ ওয়ারশ স্টেডিয়ামে। চোট পাওয়া শোয়াইনস্টাইগার ম্যাচের আগে নিজেকে ফিট ঘোষণা করায় চিন্তামুক্ত জার্মান কোচ জোয়াকমি লো। ম্যাচে ফেভারিট জার্মানির চিন্তা আপফ্রন্টে স্ট্রাইকারদের একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। প্রথম একাদশে তাই গোমেজ না ক্লোসে,তাই নিয়ে দ্বন্ধে লো। গোমেজ ছন্দে আছেন। আর শেষ ম্যাচে ক্লোসে গোল পেলেও বয়সের ভারে নব্বই মিনিট খেলার ক্ষমতা কমে গিয়েছে। জো-লো`র দলের খবর, প্রথম একাদশের জন্য অবশ্য এগিয়ে ক্লোসেই। মাঝমাঠে চোট সারিয়ে ফিরে আসা শোয়াইনস্টাইগার,ওজিল-খেদেইরা,এই ত্রয়ী হতে চলেছে আজুরিদের বিরুদ্ধে মাঝমাঠ দখলে জার্মান কোচের সেরা বাজি।
অন্যদিকে পিরলো নির্ভর ইতালি কোচ প্র্যানডেলির ভরসা পরিসংখ্যান। শেষ ৭টি ম্যাচে ইতালির বিরুদ্ধে একবারও জিততে পারেনি জার্মানি। সামগ্রিক পরিসংখ্যানের দিক দিয়ে প্র্যানডেলির রেকর্ডও বেশ ঈর্ষণীয় । ৯টি ম্যাচ জিতেছেন, ড্র করেছেন ৫টি। স্বস্তি পরিসংখ্যান হলেও অস্বস্তি বালোটেলি ও পিরলো নির্ভরতা। ৩৩ বছরের পিরলোকে কেন্দ্র করে যাবতীয় লড়াই আজুরিবাহিনীর। যা জার্মানির মত বড় ও টিম-গেম নির্ভর দলের বিরুদ্ধে চিন্তার বিষয়। তবে সবচেয়ে বেশি চিন্তা স্ট্রাইকার বালোটেলির গোল মিস করার বহর। তবুও সেই বালোটেলি-ক্যাসানোকে সামনে রেখেই দল গোছাচ্ছেন প্র্যানডেলি।

.