ঢাকায় ভারতীয় ফুটবল দলের বাসে আগুন

ঢাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ভারতের জাতীয় অনুর্ধ্ব তেইশ দলের ফুটবলাররা। সোমবার সকালে অনুশীলন করে টিম বাসে করে হোটেলে ফিরছিলেন প্রীতম কোটাল, অভিনাশ রুইদাসরা। কাকরাইলের কাছে বাসের মধ্যেই পোড়া গন্ধ পান তারা। এরপরই বাসের পিছনের দিক দিয়ে ধোয়া বেড়তে দেখা যায়।

Updated By: Mar 30, 2015, 09:08 PM IST

ওয়েব ডেস্ক: ঢাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ভারতের জাতীয় অনুর্ধ্ব তেইশ দলের ফুটবলাররা। সোমবার সকালে অনুশীলন করে টিম বাসে করে হোটেলে ফিরছিলেন প্রীতম কোটাল, অভিনাশ রুইদাসরা। কাকরাইলের কাছে বাসের মধ্যেই পোড়া গন্ধ পান তারা। এরপরই বাসের পিছনের দিক দিয়ে ধোয়া বেড়তে দেখা যায়।

বাসের মধ্যে সিলিন্ডারের কাছ থেকে ধোয়া বের হতে থাকায় বাসের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পরে ফুটবলারদের মধ্যে। এরপরই বাস খামিয়ে তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন প্রীতমরা। টিম বাসে ছিলেন কোচ স্যাভিও মেদেইরাও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এটি একটি যান্ত্রিক বলে জানানো হয়েছে। মঙ্গলবার এএফসি কাপে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। দুদলই পয়েন্টের নিরিখে এক জায়গায় দাঁড়িয়ে। শেষ ম্যাচটি জিততে মরিয়া প্রীতম কোটালরা।

.