Hardik Pandya | WI vs IND: 'একটা সিরিজ হারলে কিস্যু যায় আসে না'! সিরিজ খুইয়েও অধিনায়ক নিস্পৃহ

Hardik Pandya Takes Blame For 5th T20I Defeat: সিরিজ খুইয়েও হার্দিক পাণ্ডিয়া ভাবিত নন। তিনি হাবেভাবে বুঝিয়ে দিলেন যে, এমনটা হতেই পারে। হার্দিক বলছেন যে, অধিনায়ক হিসেবে তিনি এর চেয়ে বেশি খুশি হতে পারতেন না।

Updated By: Aug 14, 2023, 02:35 PM IST
Hardik Pandya  | WI vs IND: 'একটা সিরিজ হারলে কিস্যু যায় আসে না'! সিরিজ খুইয়েও অধিনায়ক নিস্পৃহ
হার্দিক পাণ্ডিয়া সিরিজ হেরেও নিস্পৃহ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ টি-২০ বিশ্বকাপের ( T20 World Cup 2022) পর থেকেই, ভারতীয় দলের টি-টোয়েন্টি সেটআপে বিরাট পরিবর্তন এসেছে, তা দিনের আলোর মতোই পরিষ্কার। ভারতীয় ক্রিকেট বোর্ডে একদম বুঝিয়ে দিয়েছে যে, হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে খেলবে নতুন ভারত। যেখানে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হবে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের। বিরাট কোহিল (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) মতো সিনিয়র ব্যাটিং নক্ষত্রদের কুড়ি ওভারের ফরম্যাটে বিশ্রামই দেওয়া হচ্ছে। 

হার্দিকের নেতৃত্বে ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-২ হেরেছে। মার্কিন মুলুকে রাখা হয়েছিল শেষ জোড়া টি-টোয়েন্টি। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে হয়েছে খেলা। চতুর্থ টি-২০ ম্যাচে, ভারত ৯ উইকেটে হেসে-খেলে ম্যাচ জিতে সিরিজে দারুণ ভাবে প্রত্যাবর্তন করে। কিন্তু পঞ্চম তথা শেষ টি-২০ ম্য়াচে ভারতকে আট উইকেটে উইন্ডিজকে হারিয়ে সিরিজ পকেটে পুরে ফেলে। সিরিজ হারের পর হার্দিক কিন্তু অত্যন্ত ইতিবাচকই আছেন। তিনি সকল ক্রিকেটারকেই কুর্নিশ করেছেন দলের। যদিও হার্দিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে। সিরিজ হারার পর হার্দিক যা বললেন, তা বিষয় ভিত্তিক ভাবে তুলে দেওয়া হল।

আরও পড়ুন: India vs West Indies: 'দিশাহীন অধিনায়ক, পক্ষপাতিত্ব', সিরিজ হারে ভেঙ্কটেশ প্রসাদের আক্রমণের মুখে ভারতীয় দল

 

সিরিজ হার থেকেই শিক্ষা
'আপনি যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে, ১০ ওভারের পর আমরা হারিয়ে গিয়েছিলাম। আমি যখন এলাম, তখন সুযোগটা কাজে লাগাতে পারলাম না, শেষ করতে পারিনি কাজটা। দেখুন দল হিসেবে নিজেদের চ্যালেঞ্জ করতে হবে। এই খেলাগুলো থেকেই আমাদের শেখার আছে। কঠোর বাস্তবে শিখতে হবে।  বোধোদয় থেকে বলতে পারি, এখানে বা ওখানে একটা সিরিজ হারলে কিছু যায় আসে না। কিন্তু আমাদের লক্ষ্যের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।'

আগামী বছর টি-২০ বিশ্বকাপ
'টি-২০ বিশ্বকাপ পরের বছর হবে। সামনে আমাদের পঞ্চাশ ওভারের বিশ্বকাপ রয়েছে। কিছু সময়ে হারা ভালো। প্রচুর কিছু শেখার থাকে। দলের ছেলেদের কথা আলাদা করে বলব। তারা দারুণ চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে।'

ম্যাচে বোলিং পরিবর্তন
'বোলিং পরিবর্তন নিয়ে আমি বলব, যখন যেটা মনে হয় সেটা করি। আমি অত পরিকল্পনা করি না। ভিতর থেকে যে ডাকটা পাই, সেই ডাকেই সাড়া দিই। পরিস্থিতি বুঝে কাজ করি।' 

তরুণ স্কোয়াড নিয়ে হার্দিকের মত
'নতুন ক্রিকেটারদের সিংহ হৃদয় আছে। এটাই আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওরা এই বিশ্বাস নিয়েই আসছে।  ওরা মাঠে নেমে দায়িত্ব নেয়। ওদের কুর্নিশ জানাচ্ছি।আমি অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।' এখন দেখার এই হার থেকে ভারত কী শিক্ষা নিয়ে আগামী দিনে টি-টোয়েন্টিতে কী বদল আনে!

আরও পড়ুন: Virat Kohli On Babar Azam: দুয়ারে কাপযুদ্ধ, প্রেস্টিজ ফাইটের আগে বিরাটের বেনজির শ্রদ্ধায় বাবর! দুই দেশই আবেগি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.