India vs West Indies: 'দিশাহীন অধিনায়ক, পক্ষপাতিত্ব', সিরিজ হারে ভেঙ্কটেশ প্রসাদের আক্রমণের মুখে ভারতীয় দল

তিনি লেখেন, ‘শুধু ৫০ ওভার নয়, ওয়েস্ট ইন্ডিজ গত অক্টোবর-নভেম্বরেও টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। ভারতের খারাপ পারফরম্যান্স এবং তাকে আড়াল করতে করতে দেখে দুঃখ হয়। সেই খিদে, আগুন অনুপস্থিত’।

Updated By: Aug 14, 2023, 12:04 PM IST
India vs West Indies: 'দিশাহীন অধিনায়ক, পক্ষপাতিত্ব', সিরিজ হারে ভেঙ্কটেশ প্রসাদের আক্রমণের মুখে ভারতীয় দল
ছবি: ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত তাদের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে। যদিও T20 সিরিজে সেরেই এই সফর শেষ করেছে তাঁরা। ২০২১ সালের পর এটাই তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজে পরাজয়।

যদিও ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া একটি সিরিজের পরাজয় নিয়ে চিন্তিত নন। অন্যদিকে ভেঙ্কটেশ প্রসাদ বলেছেন যে এটি গুরুতর আত্মসমালোচনার প্রয়োজন। তিনি মনে করছেন ভারত শেষ কিছুদিনে সীমিত ওভারের খেলায় অত্যন্ত সাধারণ মানের খেলা খেলছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের আগে ভারত তাদের উইন্ডিজ সফর শুরু করেছিল দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে জয় দিয়ে।

খেলার দীর্ঘ ফর্ম্যাটে ভারত তাদের প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও টি-টোয়েন্টিতে, ওয়েস্ট ইন্ডিজ তাদের সামনে কঠোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

প্রসাদ ট্যুইটারে জানিয়েছে, ‘ভারতকে গত কিছু দিনে সীমিত ওভারের খেলায় খুব সাধারণ দল মনে হয়েছে’। তিনি আরও বলেন, ‘তারা ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে হেরেছে যারা কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল’।

 

পান্ডিয়ার ম্যাচ-পরবর্তী মন্তব্যের কথা উল্লেখ করেন প্রসাদ। সেখানে তিনি 'এখানে-সেখানে' সিরিজ হারার পরিবর্তে 'টেস্টে' মনোনিবেশ করার বিষয়ে কথা বলেছিলেন।

প্রসাদ উল্লেখ করেছেন যে কীভাবে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ  হওয়ার পাশাপাশি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার -১২ পর্যায়েও জায়গা করেনি।

আরও পড়ুন: Vicky Kaushal On Kolkata Derby: খাবরার সঙ্গে ছবি শেয়ার অভিনেতার! মোহিত হয়ে যা লিখলেন ‘স্যাম বাহাদুর’...

তিনি লেখেন, ‘শুধু ৫০ ওভার নয়, ওয়েস্ট ইন্ডিজ গত অক্টোবর-নভেম্বরেও টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। ভারতের খারাপ পারফরম্যান্স এবং তাকে আড়াল করতে করতে দেখে দুঃখ হয়। সেই খিদে, আগুন অনুপস্থিত’।

 

এরপরে একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে প্রসাদ বলেন যে দলের অধিনায়ক এবং ম্যানেজমেন্টকে জবাবদিহি করতে হবে এবং নির্বাচনের অসঙ্গতির সমাধান করতে হবে।

তিনি পোস্টে লেখেন, ‘তারা পরাজয়ের জন্য দায়ী এবং তাদেরকে জবাবদিহি করতে হবে। পদ্ধতি এবং এই ধরনের শব্দের এখন অপব্যবহার করা হয়। নির্বাচনের মধ্যে কোনও ধারাবাহিকতা নেই, এলোমেলো জিনিস খুব বেশি ঘটছে’।

আরও পড়ুন: Jude Bellingham | Real Madrid: অভিষেকেই গোল! ফুটবলার লিখলেন 'স্বপ্নের সন্ধে', ছাত্রকে নিয়ে কী বললেন হেডমাস্টার?

 

অন্য একটি পোস্টে, প্রসাদ দাবি করেছেন যে ভারতীয় অধিনায়কে মাঝে মাঝে দিশাহিন দেখিয়েছে এবং তিনি যোগ করেছেন যে খেলোয়াড়দের নির্বাচনে পক্ষপাতিত্বে রয়েছে।

তিনি বলেন, ‘ভারতকে তাদের দক্ষতা বাড়াতে হবে। তাদের খিদে এবং তীব্রতার ঘাটতি রয়েছে এবং প্রায়ই তাদের অধিনায়ককে দিশাহিন দেখিয়েছে। বোলাররা ব্যাট করতে পারে না, ব্যাটসম্যানরা বোলিং করতে পারে না‘।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.