বেলারুশের বিরুদ্ধে জিতে রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখল হল্যান্ড

Updated By: Oct 8, 2017, 06:55 PM IST
বেলারুশের বিরুদ্ধে জিতে রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখল হল্যান্ড
ছবি- টুইটার

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী ম্যাচে বেলারুসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল হল্যান্ড। তিন-এক গোলে ম্যাচ জিতে রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করার আশা জিইয়ে রাখলেন ডাচরা। খেলার শেষ লগ্নে আর্জেন রবেন এবং মেমফিস ডিপায়ের গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে নেদারল্যান্ডস।

আরও পড়ুন- রাশিয়া বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল জার্মানি ও ইংল্যান্ড

ম্যাচের পঁচিশ মিনিটেই ডেভি প্রপারের  গোলে এগিয়ে যায় হল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে বেলারুস সমতা ফেরালে চাপে পড়ে যায় অরেঞ্জ ব্রিগেড। ম্যাচের চুরাশি মিনিটে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো পেনাল্টি পায় হল্যান্ড। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে গোল করে স্বস্তি ফেরান আর্জেন রবেন। নব্বই মিনিটের মাথায় ফের গোল। চোখ ধাঁধানো ফ্রি কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করে হল্যান্ড। ম্যাচ জিতলেও বিশ্বকাপে হল্যান্ডের কোয়ালিফাই করার আশা সরু সুতোর উপর ঝুলছে। কারণ রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে গেলে পরের ম্যাচে সুইডেনকে সাত গোলের ব্যবধানে হারাতে হবে রবেনদের।

.