বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করতে নামবেন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে নিউজিল্যান্ডকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৫ রানে হারিয়ে দিয়েছে বিরাট কোহলির ভারত। কিন্তু ভারতীয় দল ২৬ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি এই ম্যাচে। ফলে, বড় প্রতিযোগিতায় নামার আগে ভালোরকম ম্যাচ প্র্যাকটিস পেতে ভারতের এখন ভরসা পরের এবং শেষ ওয়ার্ম আপ ম্যাচ। যেটা কিনা বাংলাদেশের বিরুদ্ধে। আর ওই ম্যাচে ভারতীয় দলের হয়ে ফের ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মাকে। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন রোহিত শর্মা। তারপর ফিরেছিলেন আইপিএলে। কিন্তু আইপিএলে অনেক ম্যাচ খেললেও কোনও ম্যাচেই ওপেন করতে নামেননি রোহিত। কিংন্তু বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানকেই ওপেন করতে পাঠাতে চান ক্যাপ্টেন কোহলি।

Updated By: May 29, 2017, 02:02 PM IST
বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করতে নামবেন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা

ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে নিউজিল্যান্ডকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৫ রানে হারিয়ে দিয়েছে বিরাট কোহলির ভারত। কিন্তু ভারতীয় দল ২৬ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি এই ম্যাচে। ফলে, বড় প্রতিযোগিতায় নামার আগে ভালোরকম ম্যাচ প্র্যাকটিস পেতে ভারতের এখন ভরসা পরের এবং শেষ ওয়ার্ম আপ ম্যাচ। যেটা কিনা বাংলাদেশের বিরুদ্ধে। আর ওই ম্যাচে ভারতীয় দলের হয়ে ফের ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মাকে। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন রোহিত শর্মা। তারপর ফিরেছিলেন আইপিএলে। কিন্তু আইপিএলে অনেক ম্যাচ খেললেও কোনও ম্যাচেই ওপেন করতে নামেননি রোহিত। কিংন্তু বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানকেই ওপেন করতে পাঠাতে চান ক্যাপ্টেন কোহলি।

আরও পড়ুন চার পেসারকে প্রথমবার একসঙ্গে পেয়ে টগবগ করে ফুটছে টিম অস্ট্রেলিয়া

গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যের পিছনে অনেকটাই অবদান ছিল রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ওপেনিং জুটি। ধারাবাহিকভাবে ভাল খেলেছিলেন দুজনে। তাই এবারও সেই একই ফর্মূলা প্রয়োগ করতে চান ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ভারতের হয়ে ওপেন করেছিলেন অজিঙ্কা রাহানে এবং শিখর ধাওয়ান।

আরও পড়ুন  বেন স্টোকসকে নিয়ে এই তথ্যগুলো সম্ভাবত আপনি জানেন না

.