Jasprit Bumrah, IND vs SA : ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরার পরিবর্ত মহম্মদ সিরাজ

বড় ধাক্কা খেয়েছে রোহিত শর্মার  টিম ইন্ডিয়া। এই মুহূর্তে এনসিএ-তে থাকা বুমরার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি দুই টি-টোয়েন্টি খেলার কোনও সম্ভাবনা নেই। তাই তাঁর জায়গায় সুযোগ পেলেন সিরাজ। 

Updated By: Sep 30, 2022, 11:46 AM IST
Jasprit Bumrah, IND vs SA : ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরার পরিবর্ত মহম্মদ সিরাজ
ফাইল ছবি

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে সুযোগ পেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) জায়গায় তাঁকে দলে নেওয়া হল। কারণ ফের একবার তাঁর পিঠের চোট মাথাচাড়া দিয়েছে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) থেকে ছিটকে গিয়েছেন বুমরা। ফলে বড় ধাক্কা খেয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। এই মুহূর্তে এনসিএ-তে (NCA) থাকা বুমরার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বাকি দুই টি-টোয়েন্টি খেলার কোনও সম্ভাবনা নেই। তাই তাঁর জায়গায় সুযোগ পেলেন সিরাজ। 

আরও পড়ুন, Roger Federer, Virat Kohli: ভারতীয় অনুরাগীদের বিরাট প্রতিশ্রুতি রজারের! জানালেন কিং কোহলিকে

প্রোটিয়াসদের বিরুদ্ধে দুই ম্যাচে ভাল পারফরম্যান্স করতে পারলে, সিরাজ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেতে পারেন। যদিও স্ট্যান্ডবাই-এর তালিকায় তাঁর নাম নেই। বরং রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami) ও দীপক চাহার (Deepak Chahar)। 

পিঠের চোট সারেনি। বরং 'স্ট্রেস ফ্র্যাকচার' বেড়েছে। সেইজন্য এই মুহূর্তে ফের একবার এনসিএ-তে চলে গিয়েছেন বুমরা। সূত্র মারফত জানা গিয়েছে, শুধু ‘স্ট্রেস ইঞ্জুরি’ হলে ছ’সপ্তাহের মধ্যে সেরে যেতে পারে। কিন্তু 'স্ট্রেস ফ্র্যাকচার' হলে ছ’মাসও লাগতে পারে। আবার শিরদাঁড়ার দু’পাশেই ফ্র্যাকচার হলে এক বছরও লেগে যেতে পারে। খুব সতর্ক থাকতে হবে চোট নিয়ে। তাড়াহুড়ো করে মাঠে নামলে ফের চোট লাগার আশঙ্কা থেকেই যাবে। ফলে নিজের ভবিষ্যতের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে রাজি নন বুমরা। 

চলতি বছর ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সিরাজ। এর পর থেকে কাউন্টি খেলতে ব্যস্ত ছিলেন এই তরুণ পেসার। এহেন সিরাজ এই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন সেটাই দেখার। 

আরও পড়ুন, Jasprit Bumrah, T20 World Cup 2022: বিশ্বকাপের বাইরে বুমরা! বিকল্প হিসাবে আসতে পারেন যাঁরা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, দীপক চাহার, উমেশ যাদব, শ্রেয়স আইয়ার, শাহবাজ আহমেদ, মহম্মদ সিরাজ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.