আমলাদের ঘায়েল করতে কবজির মোচড়ে স্পিনের অনুশীলন পেস বোলারদের
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক বিরাট কোহলির।
নিজস্ব প্রতিবেদন: ওয়ান্ডারার্সে মরণবাঁচন ম্যাচ দক্ষিণ আফ্রিকার। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ে নজর ভারতের। জার্সি বদলে কি সফল হতে পারবে দক্ষিণ আফ্রিকা? স্তন ক্যানসারের বিরুদ্ধে সচেতনতার প্রচারে শনিবারের ম্যাচে গোলাপি জার্সিতে খেলছেন মার্করামরা। এই জার্সিতে কখনও হারেনি প্রোটিয়াবাহিনী। কিন্তু, বিরাট কোহলির ভারতের সামনে সেই রেকর্ড অক্ষত থাকার সম্ভাবনা ক্ষীণ। ভারতের প্র্যাকটিসে দেখা গেল ব্রহ্মাস্ত্রে শান দিচ্ছেন বোলাররা। কবজির মোচড়ে বল ঘোরানোর চেষ্টা করছেন পেস বোলাররাও।
গত ম্যাচের মত ওয়ান্ডরার্সে টসে জিতে প্রথমে ব্যাটিং নেন অধিনায়ক বিরাট কোহলি। দলে একটাই পরিবর্তন করা হয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম একাদশে নেই কেদার যাদব। তাঁর জায়গায় এসেছেন শ্রেয়াস আইয়ার। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার একাদশে ফিরেছেন ডেভিলিয়ার্স।
#TeamIndia Playing XI for the 4th ODI #SAvIND pic.twitter.com/ubEUVCfSXa
— BCCI (@BCCI) February 10, 2018
SA XI: H Amla, A Markram, JP Duminy, AB de Villiers, H Klaasen, D Miller, C Morris, A Phehlukwayo, K Rabada, L Ngidi, M Morkel
— BCCI (@BCCI) February 10, 2018
সিরিজে ভারতের হয়ে কামাল করেছেন দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহল। দুই স্পিনারকে দেখেই উত্সাহিত বাকিরা। প্র্যাকটিসে কবজির মোচড়ে স্পিন করছেন জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ারা।
Spin sure is the flavour this series and almost everyone has turned 'wristy' #TeamIndia #SAvIND pic.twitter.com/zfbi6RRB93
— BCCI (@BCCI) February 10, 2018
আরও পড়ুন- ২৫ সাল বাদ দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া