একদিনের দলে ঋষভ পন্থ, এক বছর পর ফিরলেন শামি

দুই পেসার জসপ্রিত বুমরা ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে।

Updated By: Oct 11, 2018, 08:33 PM IST
একদিনের দলে ঋষভ পন্থ, এক বছর পর ফিরলেন শামি

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় দলের জার্সি গায়ে এবার একদিনের ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে ঋষভ পন্থের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ঋষভ যে দলে সুযোগ পেতে পারেন, এমনটা আঁচ করেছিলেন অনেকেই। বাস্তবে হলও সেরকমই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে ভাল পারফরম্যান্সের উপহার পেলেন ঋষভ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এবার একদিনের দলে অন্তর্ভুক্ত হলেন তিনি।

আরও পড়ুন-  উমেশকে 'দুর্ভাগা' আর রাহুলকে 'দীর্ঘমেয়াদী বিনিয়োগ' বললেন কোচ!

১৪ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। এশিয়া কাপে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন রোহিত শর্মা। তাঁর অধিনায়কত্ব বেশ প্রশংসা কুড়িয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে ডাক পেলেন রোহিত। দলের অধিনায়ক বিরাট কোহলি। দুই পেসার জসপ্রিত বুমরা ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেদার যাদব ও হার্দিক পাণ্ডিয়া পুরোপুরি ফিট নন। তাই তাঁদের দলে ডাকা হয়নি। দল থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক। এদিকে, প্রায় এক বছর পর একদিনের দলে ডাক পেয়েছেন মহম্মদ শামি। 

আরও পড়ুন-  হায়দরাবাদে আরও এক রেকর্ডের হাতছানি বিরাটের সামনে

ভারতীয় দল- বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধওয়ন, অম্বাতি রায়ডু, মণীশ পান্ডে, ঋষভ পন্থ, এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, খলিল আহমেদ, শার্দুল ঠাকুর, লোকেশ রাহুল, যুজবেন্দ্র চাহ্বল।

.