IPL 2021: পন্টিংয়ের চোখে সর্বকালের অন্যতম সেরা ফিনিশার ধোনি

 পন্টিং ধোনির বিরুদ্ধে শুধু দেশের হয়েই খেলেননি, খেলেছেন আইপিএলেও।

Updated By: Oct 11, 2021, 01:16 PM IST
IPL 2021: পন্টিংয়ের চোখে সর্বকালের অন্যতম সেরা ফিনিশার ধোনি

নিজস্ব প্রতিবেদন: ঘড়ির কাঁটা উল্টোদিকে ঘুরিয়ে দিয়েছেন তিনি। এমএস ধোনি (MS Dhoni) চমকে দিয়েছেন বাইশ গজকে। ৬ বলে ১৮ রানে অপরাজিত ইনিংস খেলে চেন্নাইকে আরও একবার ফাইনালে নিয়ে গেলেন ধোনি।  'ভিন্টেজ' ধোনিতে মোহিত স্বয়ং দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিংও (Ricky Ponting)। প্রাক্তন অজি কিংবদন্তি বলছেন যে, তাঁর চোখে দেখা সর্বকালের অন্যতম সেরা ফিনিশার ধোনি।

আরও পড়ুন: MS Dhoni: অঝোরে কাঁদছে খুদে ফ্যান, উপহার নিয়ে হাজির 'থালা'!

ম্যাচের পর ধোনিতে মোহিত পন্টিং বলেন, "ধোনি অন্যতম গ্রেট। এই নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না। আমরা ডাগআউটে বসে ভাবছিলাম, ধোনি ও জাদেজার মধ্যে নিশ্চিত ভাবে ধোনি নামবে, ঠান্ডা মাথায় ম্যাচটা শেষ করতে চাইবে। আমরা ওর বিরুদ্ধে সেভাবে খেলতে পারিনি। আমরা জানি একবার সুযোগ দিলে আমাদের খেসারত দিতে হবে। দীর্ঘদিন ধরেই ধোনি এই কাজটা করে আসছে। আমাদের বোলাররা মিস করে গিয়েছে সুযোগ। আমার মনে হয় ও যখন অবসর নেবে তখন সর্বকালের অন্যতম সেরা ফিনিশার হিসাবেই ওর নাম লেখা থাকবে।" পন্টিং ধোনির বিরুদ্ধে শুধু দেশের হয়েই খেলেননি, খেলেছেন আইপিএলেও। ধোনিকে খুব ভাল ভাবেই চেনেন তিনি।

আরও পড়ুনMS Dhoni: 'কিং ইজ ব্যাক'! ফিনিশার ধোনিতে মোহিত কোহলির আবেগমথিত টুইট

ঋষভ পন্থদের (Rishabh Pant) দেওয়া ১৭৩ রানের লক্ষ্যমাত্রা দুই বল বাকি থাকতেই তুলে এই নিয়ে নবমবার ফাইনালে চলে গেল চেন্নাই। শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রানের। প্রথম বলে মঈন আলিকে আউট করে হ্যাটট্রিকের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন টম কারেন। কিন্তু ৪০ বছরে পা দেওয়া মাহি ফের জাত চিনিয়ে দিলেন। মাত্র ৬ বলে ১৮ রানে অপরাজিত থেকে চেন্নাইকে আরও একবার ফাইনালে নিয়ে গেলেন ধোনি।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.