IPL 2022: নিলামে উঠছেন ৫৯০ জন! মহাতারকাদের নাম ঘোষণা করল বিসিসিআই

চূড়ান্ত তালিকা ঘোষণা করে দিল বিসিসিআই। জেন নিন কোন কোন বড় নাম উঠছে আইপিএলে!

Updated By: Feb 1, 2022, 03:32 PM IST
IPL 2022: নিলামে উঠছেন ৫৯০ জন! মহাতারকাদের নাম ঘোষণা করল বিসিসিআই
আইপিএলে নিলামে উঠছেন যাঁরা

নিজস্ব প্রতিবেদন: আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল-এর মেগা নিলাম (IPL Mega Auction 2022) অনুষ্ঠান। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই ১৫তম 'ক্রোড়পতি লিগ'-এ খেলোয়াড় কেনাবেচার প্রক্রিয়া। মঙ্গলবার বিসিসিআই (BCCI) জানিয়ে দিল যে, এবার নিলামে উঠছেন ৫৯০ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে ২২৮ জন 'ক্যাপড' (দেশের হয়ে খেলেছেন) ও ৩৫৫ জন 'আনক্যাপড' (দেশের হয়ে খেলেননি)। ৭ জন ক্রিকেটার থাকছেন অ্যাসোসিয়েট দেশ থেকেও। সর্বোচ্চ ২ কোটি টাকা রিজার্ভ প্রাইস রাখা হয়েছে। তালিকায় রয়েছেন ৪৮ জন ক্রিকেটার। ১.৫ কোটি টাকার রিজার্ভ প্রাইসে আছেন ২০ জন ক্রিকেটার। ১ কোটি টাকার রিজার্ভ প্রাইসে রয়েছেন ৩৪ জন ক্রিকেটার।

নিলামে বড় নামের মধ্যে থাকছেন ভারতের-শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), আর অশ্বিন (R Ashwin), মহম্মদ শামি (Mohammad Shami), ঈশান কিশান (Ishan Kishan), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), সুরেশ রায়না (Suresh Raina), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), শার্দূল ঠাকুর (Shardul Thakur), দীপক চাহার (Deepak Chahar), ইশান্ত শর্মা (Ishant Sharma) ও উমেশ যাদব (Umesh Yadav)। বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে উঠবেন-ফাফ দু প্লেসিস (Faf du Plessis), ডেভিড ওয়ার্নার (David Warner), প্যাট কামিন্স (Pat Cummins), কাগিসো রাবাদা (Kagiso Rabada), ট্রেন্ট বোল্ট (Trent Boult), কুইন্টন ডি কক (Quinton de Kock), জনি বেয়ারস্টো (Jonny Bairstow), জ্যাসন হোল্ডার (Jason Holder),  ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo), শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। এবার আইপিএলের (IPL 2022) ১৫তম সংস্করণ দেখবে ১০ দলের লড়াই। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও  বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) যুক্ত হয়েছে। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। লখনউ দলের নাম হয়েছে লখনউ সুপার জায়েন্টস।

আরও পড়ুন: Gautam Gambhir: 'ভারতের পরবর্তী Kapil Dev খোঁজা এবার বন্ধ হোক'

দেখে নিন নিলামে ১০ দলের বাজেট, ধরে রাখা ক্রিকেটারদের তালিকা:
 

১) পঞ্জাব কিংস
ধরে রাখা ক্রিকেটাররা: ময়ঙ্ক আগরওয়াল (১২ কোটি টাকা), অর্শদীপ সিং (৪ কোটি টাকা) 
হাতে আছে: ৭২ কোটি টাকা

২) সানরাইজার্স হায়দরাবাদ 
ধরে রাখা ক্রিকেটাররা: কেন উইলিয়ামসন (১৪ কোটি টাকা), আবদুল সামাদ (৪ কোটি টাকা) ও উমরান মালিক (৪ কোটি টাকা) 
হাতে আছে: ৬৮ কোটি টাকা

৩) রাজস্থান রয়্যালস 
ধরে রাখা ক্রিকেটাররা: সঞ্জু স্যামসন (১৪ কোটি টাকা), জস বাটলার (১০ কোটি টাকা) ও যশস্বী জয়সওয়াল (৪ কোটি টাকা) 
হাতে আছে: ৬২ কোটি টাকা  

৪) লখনউ সুপার জায়ান্টস 
ড্রাফটে নিয়েছে: কেএল রাহুল (১৭ কোটি টাকা), মার্কাস স্টোইনিস (৯.২ কোটি টাকা) ও রবি বিষ্ণোই (৪ কোটি টাকা) 
হাতে আছে: ৫৯ কোটি টাকা 

৫) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ধরে রাখা ক্রিকেটাররা: বিরাট কোহলি (১৫ কোটি টাকা), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি টাকা) ও মহম্মদ সিরাজ (৭ কোটি টাকা) 
হাতে আছে: ৫৭ কোটি টাকা   

৬) আহমেদাবাদ দল ড্রাফটে নিয়েছে: 
হার্দিক পাণ্ডিয়া (১৫ কোটি টাকা), রশিদ খান (১৫ কোটি টাকা) ও শুভমান গিল (৮ কোটি টাকা) 
হাতে আছে: ৫২ কোটি টাকা  

৭) চেন্নাই সুপার কিংস 
ধরে রাখা ক্রিকেটাররা: রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি) ও রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি) 
হাতে আছে: ৪৮ কোটি টাকা

৮) কলকাতা নাইট রাইডার্স
ধরে রাখা ক্রিকেটাররা: আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি) ও সুনীল নারিন (৬ কোটি)
হাতে আছে: ৪৮ কোটি টাকা  

৯) মুম্বই ইন্ডিয়ান্স 
ধরে রাখা ক্রিকেটাররা: রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি) ও কায়রন পোলার্ড (৬ কোটি) 
হাতে আছে: ৪৮ কোটি টাকা 

১০) দিল্লি ক্যাপিটালস 
ধরে রাখা ক্রিকেটাররা: ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), পৃথ্বী শ (৭.৫০ কোটি) ও অ্য়ানরিচ নোকিয়া (৬.৫০ কোটি) 
হাতে আছে ৪৭.৫ কোটি টাকা

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.