Quinton de Kock: ডিভিলিয়ার্সকে টপকে ডি কক লিখলেন নয়া আইপিএল ইতিহাস

লখনউ এই বিরাট রান তোলে তাদের দুই ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock) (৭০ বলে অপরাজিত ১৪০) ও ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul) (৫১ বলে ৬৮)। এদিন ডি কক তাঁর অসাধারণ ইনিংসের সৌজন্যে আইপিএলের এক ইনিংসে সর্বাধিক রানশিকারি ব্যাটরদের তালিকায় চলে এলেন তিনে। 

Updated By: May 18, 2022, 11:49 PM IST
Quinton de Kock: ডিভিলিয়ার্সকে টপকে ডি কক লিখলেন নয়া আইপিএল ইতিহাস
আইপিএল ইতিহাস লিখলেন কুইন্টন ডি কক

নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (IPL 2022) ৬৬ নম্বর ম্যাচে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium in Mumbai) মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders, KKR) ও লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants, LSG)। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে লখনউ ২১০ রান তোলে। এই রান তাড়া় করতে নেমে নাইটদের লড়াই থামে ২০৮ রানে। 

বুধবার লখনউ এই বিরাট রান তোলে তাদের দুই ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock) (৭০ বলে অপরাজিত ১৪০) ও ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul) (৫১ বলে ৬৮)। এদিন ডি কক তাঁর অসাধারণ ইনিংসের সৌজন্যে আইপিএলের এক ইনিংসে সর্বাধিক রানশিকারি ব্যাটরদের তালিকায় চলে এলেন তিনে। টপকে গেলেন স্বদেশীয় এবি ডিভিলিয়ার্সকে (Ab de Villiers)।

আইপিএলের এক ইনিংসে সর্বাধিক রানশিকারি যাঁরা

ক্রিস গেইল (১৭৫*, আরসিবি-র হয়ে ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে)
ব্রেন্ডন ম্য়াকালাম (১৫৮*, কেকেআরের হয়ে ২০০৮ সালে আরসিবি-র বিরুদ্ধে)
কুইন্টন ডি কক (১৪০*, লখনউ সুপার জায়েন্টসের হয়ে ২০২২ সালে কেকেআরের বিরুদ্ধে)
এবি ডিভিলিয়ার্স (১৩৩*, আরসিবি-র হয়ে ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে)

আরও পড়ুন: KKR: কলকাতার এবারের মতো আইপিএল শেষ! ইডেনে প্লে-অফ খেলা হচ্ছে না নাইটদের

আরও পড়ুনDe Kock-KL Rahul: ডি কক-রাহুলের ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি, লেখা হল নতুন আইপিএল ইতিহাস

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.