বিরাট ভারতীয় ক্রিকেটের পতাকা বাহক: সৌরভ
সৌরভের আশা কোহলি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতেও সাফল্য পাবেন।
নিজস্ব প্রতিবেদন: দুদিন আগে বীরেন্দ্র সেওয়াগ বলেছিলেন বিরাট কোহলি হলেন সৌরভ গাঙ্গুলির উন্নততর সংস্করণ। এবার স্বয়ং সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলিকে ভারতীয় ক্রিকেটের পতাকা বাহক বললেন। অধিনায়ক কোহলির নেতৃত্বে ভারত যেভাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াসদের একদিনের সিরিজে হারিয়েছে তাতে মুগ্ধ সৌরভ। বিশেষ করে নেতৃত্বের চাপ নিয়েও কোহলি যেভাবে ব্যাটিং করেছেন তার তারিফ না করে পারছেন না মহারাজ।
আরও পড়ুন- টি-২০-তে মোর্তাজাকে ফেরাতে চায় বাংলাদেশ
সৌরভ গাঙ্গুলি বলেন তিনি মহেন্দ্র সিং ধোনি, রাহুল দ্রাবিড়ের মতন অধিনায়ককে দেখেছেন। কিন্তু তাঁরা কোহলির মতন ধারাবাহিকভাবে রান করে ভারতকে জেতাতে পারেননি। সৌরভের আশা কোহলি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতেও সাফল্য পাবেন। কোহলির সঙ্গে চায়নাম্যান কুলদীপ যাদবেরও ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ। দক্ষিণ আফ্রিকার মাটিতে কুলদীপ যেভাবে বল করেছেন তাতে খুশি সৌরভ। অশ্বিন-জাদেজার চাপ বাড়িয়ে মহারাজ বলেন কুলদীপকে ইংল্যান্ডের মাটিতেও টেস্টে খেলানো উচিত।
আরও পড়ুন- কুলদীপের ইনসটাগ্রামে হ্যাকারদের কুকীর্তি, ক্ষমা চাইলেন চায়নাম্যান
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়