ICC Rankings: ওয়ান ডে ব্যাটসমেনে শীর্ষে Babar Azam, ৯ পয়েন্ট কমে ২য় স্থানেই Kohli

 বিরাটের থেকে ২৫ পয়েন্ট বেশি রয়েছে আজমের

Updated By: Jul 22, 2021, 12:54 PM IST
ICC Rankings: ওয়ান ডে ব্যাটসমেনে শীর্ষে Babar Azam, ৯ পয়েন্ট কমে ২য় স্থানেই Kohli

নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অংশ নেননি কোহলি-রোহিতরা। এদিন তাই আইসিসি দ্বারা প্রকাশিত একদিনের ক্রিকেটের ব্যাটসমেনদের (ICC One Day Batsmen Ranking) ক্রমতালিকায় ৯ পয়েন্ট খুঁইয়ে দ্বিতীয় স্থানেই রয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৮ পয়েন্ট কমে তৃতীয় স্থানে সহ-অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শীর্ষেই রইলেন পাকিস্তনের বাবর আজম (Babar Azam)। বিরাটের থেকে ২৫ পয়েন্ট বেশি রয়েছে তাঁর।

দ্বিতীয় স্থানে কোহলির পয়েন্ট রয়েছে ৮৪৮। রোহিতের পয়েন্ট ৮১৭। এদিকে, আইসিসি-র একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় দুই ধাপ উঠে এলেন শিখর ধাওয়ান। ১৬ নম্বরে রয়েছেন ভারতের দ্বিতীয় অধিনায়ক। 

আরও পড়ুন: Tokyo Olympic 2020: অব্যাহত Covid দাপট, খেলা শুরুর আগেই আক্রান্ত বেড়ে ৮৬

বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন একমাত্র যশপ্রীত বুমরা। ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভাল খেলার জন্য অন্যদিকে বাংলাদেশের শাকিব আল হাসান ৯ ধাপ উঠে এসে ওয়ান ডে বোলারদের তালিকায় চলে এসেছেন ৮ নম্বরে। অল-রাউন্ডারদের তালিকায় তিনি যথারীতি এক নম্বরে রয়েছেন।  অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় রবীন্দ্র জাডেজা। নবম স্থানে রয়েছেন তিনি।

আরও পড়ুন: India vs England: Virat দের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করল Root বাহিনী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.