ফেডারেশনকে ফের চিঠি ইস্টবেঙ্গলের

মিনার্ভা ম্যাচের দু'দিন আগে ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যান মজুমদার রেফারি-সহ বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। সেই চিঠির রেশ টেনেই আবার ফেডারেশন সচিব কুশল দাসকে চিঠি দিল ইস্টবেঙ্গল।

Updated By: Feb 14, 2018, 09:16 PM IST
ফেডারেশনকে ফের চিঠি ইস্টবেঙ্গলের

নিজস্ব প্রতিবেদন:  মিনার্ভার বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে চন্ডীগড়ে শুরু থেকে অসহযোগিতার শিকার ইস্টবেঙ্গল। একাধিক প্রতিকূলতা অতিক্রম করে মিনার্ভা জয় করেছে লাল-হলুদ। এবার ন্যায্য পেনাল্টি বাতিল থেকে ম্যাচের ছবি ও ভিডিও ক্লিপিংস-সহ ফেডারেশন সচিব কুশল দাসকে চিঠি পাঠাল ইস্টবেঙ্গল।

মিনার্ভা ম্যাচের দু'দিন আগে ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যান মজুমদার রেফারি-সহ বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। সেই চিঠির রেশ টেনেই আবার ফেডারেশন সচিব কুশল দাসকে চিঠি দিল ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের পাঠানো চিঠিতে বলা হয়েছে,‘সভ্য সমর্থক ও ক্লাব কর্মকর্তারা রেফারির পক্ষপাতদুষ্ট আচরণনিয়ে উদ্বিগ্ন ও চিন্তিত। ইস্টবেঙ্গলকে একাধিক ন্যায্য পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয়েছে পাঞ্চকুলাতে। বক্সের মধ্যে মিনার্ভা ফুটবলার এরিক দানোর করা হ্যান্ডবলও রেফারির চোখ এড়িয়ে গেছে। যদিও এত বাধা বিপত্তি অতিক্রম করে ইস্টবেঙ্গল ফুটবলারদের অদম্য জেদ ও ইচ্ছাশক্তির কাছে হার মানে আয়োজকরা। ‘

পুরো আইলিগে এরকম বহু সিদ্ধান্ত বিপক্ষে গিয়েছে ইস্টবেঙ্গলের। তবুও ইস্টবেঙ্গল শিবির কুশল দাসের নেতৃত্বে আই লিগ পরিচালনার উপর আস্হা রাখছে। ইস্টবেঙ্গলের বিশ্বাস, ‘বাকি ম্যাচগুলো যদি সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে পরিচালনা করা হয় তাহলে ইস্টবেঙ্গলের আইলিগের খেতাবি লড়াই-এর সম্ভবনা বজায় থাকবে। ‘ফেডারেশনের ওপর পুরোপুরি আস্থা রাখছে ইস্টবেঙ্গল।

.