ফের মেসি-রোনাল্ডো দ্বৈরথ, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কে?

অবশেষে ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ২ বছর বাদে ফের দেখা যাবে মেসি-রোনাল্ডো দ্বৈরথ।

Updated By: Oct 2, 2020, 08:35 AM IST
ফের মেসি-রোনাল্ডো দ্বৈরথ, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কে?

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ২ বছর বাদে ফের দেখা যাবে মেসি-রোনাল্ডো দ্বৈরথ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যাওয়ার পর লা-লিগার লাইমলাইট অনেকটা কমে যায়। প্রায় ১০ বছর ধরে লা-লিগায় যে মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখে আসছিলেন ফুটবলপ্রেমীরা সেই উৎসাহে ভাঁটা পড়ে। কারণ বিশ্ব ফুটবলের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুই যে মেসি-রোনাল্ডো ডুয়েল।

ফুটবলপ্রেমীদের সেই অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দেখা যাবে মেসি-রোনাল্ডো দ্বৈরথ। কারণ একই গ্রুপে রয়েছে বার্সেলোনা আর জুভেন্তাস। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র ঘোষণা হয়। সেখানে একই গ্রুপে বার্সেলোনা, জুভেন্তাসের সঙ্গে রয়েছে ডায়নামো কিয়েভ আর ফেরেঙ্কবারোস। পরের মাসেই দেখা যাবে মেসি বনাম রোনাল্ডোর সেই বহু প্রতীক্ষিত লড়াই। যদিও তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

 

আরও পড়ুন- UEFA বর্ষসেরা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি

 

লা-লিগায় মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখা গিয়েছে বহুবার। তবে চ্যাম্পিয়ন্স লিগেও ৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। একনজরে দেখে নেব সেই পরিসংখ্যান-

চ্যাম্পিয়ন্স লিগে মেসি বনাম রোনাল্ডো

২৩ এপ্রিল, ২০০৮- বার্সেলোনা-০ : ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-০

২৯ এপ্রিল, ২০০৮- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-১ (স্কোলস) : বার্সেলোনা-০

২৭ মে, ২০০৯- বার্সেলোনা-২ (এটো, মেসি) : ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-০

২৭ এপ্রিল, ২০১১-বার্সেলোনা-২ (মেসি ২) : রিয়াল মাদ্রিদ-০

৩ মে, ২০১১- বার্সেলোনা-১ (পেড্রো) : রিয়াল মাদ্রিদ-১ (মার্সেলো)

 

আরও পড়ুন- "মেসির জন্য আমি যুদ্ধে যেতেও রাজি"- মেসির প্রশংসায় এই ফুটবলার

 

সবধরণের টুর্নামেন্টে মেসি এবং রোনাল্ডো একে অপরের সঙ্গে মোট ৩৫ বার (দেশের জার্সিতে ২ বার) মুখোমুখি হয়েছেন।

মেসি জিতেছেন- ১৬ বার

রোনাল্ডো জিতেছেন- ১০ বার

ড্র- ৯ বার

মেসির গোল- ২২টি

রোনাল্ডোর গোল- ১৯টি

 

 

 

 

.