Watch | Miss Croatia Ivana Knoll: 'আর্জেন্টিনা কোনও আহামরি দল নয়'! 'বিশ্বকাপের গার্লফ্রেন্ড' দিয়ে গেলেন যা দেওয়ার...

Miss Croatia Ivana Knoll: মিস ক্রোয়েশিয়া ইভানা নল এতদিন ছিলেন সকলের আলোচনায়। পোশাক ফতোয়াকে ফুঁ দিয়ে উড়িয়ে নিজের আলাদাই ফ্যানবেস বানিয়ে নিয়েছিলেন। বিদায়লগ্নে ফ্লাইং কিস দিয়েই কাতার ছাড়ছেন তিনি।

Updated By: Dec 14, 2022, 03:54 PM IST
Watch | Miss Croatia Ivana Knoll: 'আর্জেন্টিনা কোনও আহামরি দল নয়'! 'বিশ্বকাপের গার্লফ্রেন্ড' দিয়ে গেলেন যা দেওয়ার...
ফ্যানদের মন কেড়ে নিয়েছেন ইভানা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ০-৩ গোলে বিধ্বস্ত হতে হয়েছে আর্জেন্টিনার কাছে (Argentina v Croatia)। গতবারের রানার্স দলকে এবার আর ফাইনাল ল্যাপে নিয়ে যেতে পারলেন না লুকা মদরিচ (Luka Modric)। ক্যাপ্টেন ক্রোয়েশিয়াকে চোখের জলেই ছাড়তে হয়েছে মাঠ। মাঝমাঠের এই ম্যাজিশিয়ানকে খালি হাতেই ছাড়তে হয়েছে কাতার। আরেক এলএম টেন-এর কাছেই মেনে নিয়েছেন পরাজয়। আর এই ক্রোটদের তাতাতেই প্রতি ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ইভানা নল (Miss Croatia Ivana Knoll)। ইভানা বলেছিলেন যে, মদরিচরা জিতলে তিনি সব খুলে ফেলবেন। নগ্ন হয়েই ধরা দেবেন। কিন্তু তেমনটা আর করতে পারলেন ইভানা। দেশকে চোখের সামনে হারতে দেখেও মুখের হাসিটা যায়নি তাঁর। ইভানা গ্যালারিতে ফ্যানদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েই কাতার ছাড়ছেন। ম্যাচের পর ইভানা এক সাক্ষাৎকারে বলেছেন,  'আমার মনে হয় না আর্জেন্টিনা কোনও আহামরি দল। আমাদের দিনটা ভাল ছিল না আজ। এটাই বলব।'

আরও পড়ুন: Lionel Messi: তুমি কেমন করে খেলো হে গুণী! রেকর্ডের পর রেকর্ড এখন সবুজ ঘাসের রাজার

আরও পড়ুন:  Luis Suarez On Lionel Messi: 'বন্ধু সারা বিশ্ব উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে তোমার জন্য'!

ফুটবল বিশ্বকাপ মানেই গ্যালারিতে স্বল্পবসনা ললনাদের সারি। ফুটবলের এরকম রঙিন ছবি দেখেই অভ্যস্ত ফ্যানরা। কিন্তু এবার বিশ্বযুদ্ধের আসর বসছে কাতারে। মধ্যপ্রাচ্যের এই দেশ ফতোয়ার নাগপাশে জড়ানো। নিষেধের বেড়াজালে বাঁধা এখানকার সংস্কৃতি থেকে সমপ্রেম। পোশাক থেকে শুরু করে মদ্যপান! স্বাধীনতা শব্দটা এখানে বেমানান। ফলে এমন দৃশ্য দেখা যাচ্ছে না। কিন্তু এসব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মিস ক্রোয়েশিয়া ঝোড়ো মেজাজেই ব্যাট করছেন ক্রোয়েশিয়ার প্রতি ম্যাচে। ক্লিভেজ দেখিয়ে কাতারি দর্শকদেরও নিজের ফ্যান বানিয়ে ফেলেছেন। বাচ্চা থেকে বুড়ো, গ্যালারিতে তাঁকে সকলেই দেখছেন হাঁ করে। সেই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গুগলে হটেস্ট ফুটবল ফ্যান বা হটেস্ট ফ্যান বলে সার্চ দিলেও তাঁর নামই চলে আসছে সবার আগে। এমনকী আর্জেন্টিনার ফ্যানরাও তুলেছেন তাঁর সঙ্গে সেলফি। ইভানাকে ভালোবেসে ফ্যানরা নাম দিয়েছেন  'বিশ্বকাপের গার্লফ্রেন্ড'। ক্রোয়েশিয়া বিদায়ের সঙ্গেই ইভানা অধ্যায়ও এবারের মতো শেষ হল। ২০১৪, ২০১৮-র পর এবার ২০২২ বিশ্বকাপেও গ্যালারিতে আগুন জ্বেলেছেন ইভানা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.