Russia-Ukraine| MMA: পুতিনের বিরুদ্ধে স্বেচ্ছায় লড়ছিলেন রণক্ষেত্রে! জীবনযুদ্ধে হেরে গেলেন পোল্যান্ডের এমএমএ ফাইটার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি তাঁর দেশের সুরক্ষার জন্য আঞ্চলিক প্রতিরক্ষার বাহিনী গঠন করেছিলেন চলতি বছরের শুরুর দিকে।

Updated By: Jul 26, 2022, 05:12 PM IST
Russia-Ukraine| MMA: পুতিনের বিরুদ্ধে স্বেচ্ছায় লড়ছিলেন রণক্ষেত্রে! জীবনযুদ্ধে হেরে গেলেন পোল্যান্ডের এমএমএ ফাইটার
প্রয়াত টমসাজ ওয়ালেনটেক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমের মাস ফেব্রুয়ারিতেই শুরু হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। দুই দেশের সামরিক অভিযান আজও অব্যাহত! এর মাঝেই খবরে এমএমএ (MMA) ফাইটার টমসাজ ওয়ালেনটেক (Tomasz Walentek)। ভ্লাদিমির পুতিনের দেশের বিরুদ্ধে স্বেচ্ছায় লড়ছিলেন রণক্ষেত্রে। কিন্তু জীবনযুদ্ধে হেরে গেলেন পোল্যান্ডের যোদ্ধা। এমএমএ সংস্থা এমএমএ পোলস্কা তাদের দেশের ফাইটারের মৃত্যুবার্তা ট্যুইট করেছে গত শনিবার। ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিয়েছিলেন (International Defense Legion of Ukraine) ওয়ালেনটেক। যুদ্ধক্ষেত্রেই প্রাণ যায় তাঁর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি তাঁর দেশের সুরক্ষার জন্য আঞ্চলিক প্রতিরক্ষার বাহিনী গঠন করেছিলেন চলতি বছরের শুরুর দিকে। তিনি সারা বিশ্বের কাছে আবেদন করেছিলেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে তাঁর দেশের হয়ে স্বেচ্ছায় লড়াই করার জন্য। সেই ২০১৪ সাল থেকে গঠিত হওয়া বেশ কয়েক'টি ইউক্রেনীয় স্বেচ্ছাসেবক ব্যাটালিয়নগুলির মধ্যে এটি একটি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বিবৃতি দিয়ে এই বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান করেছিলেন। এমএমএ পোলস্কা জানিয়েছে যে, ওয়ালেনটেক গিলউইসে অনুষ্ঠিত দ্বিতীয় এমএমএ চ্যাম্পিয়নশিপ জিতেছে।

আরও পড়ুন: Kargil Vijay Diwas | Shoaib Akhtar: কার্গিল যুদ্ধের জন্য ছিলেন লাহোরে! কাশ্মিরী বন্ধুকে অস্ত্রের কথা বলেছিলেন আখতার

আরও পড়ুনRahul Dravid | Abhinav Bindra: 'লোকে আমার নামই জানে না!' বললেন দ্রাবিড়, শুনলেন বিন্দ্রা

আরও পড়ুনGustav Mckeon: ১৮ বছরেই বিশ্বরেকর্ড ! বাইশ গজে শোরগোল ফেলে দিলেন ফ্রান্সের ক্রিকেটার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.