Gustav Mckeon: ১৮ বছরেই বিশ্বরেকর্ড ! বাইশ গজে শোরগোল ফেলে দিলেন ফ্রান্সের ক্রিকেটার

সুইস বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন ম্যাকিওন। ৯টি ছয় ও ৫টি চার হাঁকিয়েছেন তিনি। জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই এই অনন্য রেকর্ড করে ফেললেন ম্যাকিওন। 

Updated By: Jul 26, 2022, 01:46 PM IST
Gustav Mckeon: ১৮ বছরেই বিশ্বরেকর্ড ! বাইশ গজে শোরগোল ফেলে দিলেন ফ্রান্সের ক্রিকেটার
গুস্তভ ম্যাকিওনের বিশ্বরেকর্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ১৮ বছর ২৮০ দিনে আন্তর্জাতিক টি-২০ শতরান! এই নজির গড়েই বিশ্বরেকর্ড করে ফেললেন ফ্রান্সের ক্রিকেটার গুস্তভ ম্যাকিওন (Gustav Mckeon)। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে এত অল্প বয়সে সেঞুরি করার নজির আর কোনও ক্রিকেটারের নেই। গত সোমবার আইসিসি টি-২০ বিশ্বকাপের সাব রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ার্সের ম্যাচে (ICC T20 World Cup Sub Regional Europe Qualifiers) ফিনল্যান্ডের ভ্যানটায় সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স। ওই ম্যাচে ৬১ বলে ১০৯ রানের ইনিংস খেলে ইতিহাস লিখলেন ম্যাকিওন। 

সুইস বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন ম্যাকিওন। ৯টি ছয় ও ৫টি চার হাঁকিয়েছেন তিনি। জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই এই অনন্য রেকর্ড করে ফেললেন ম্যাকিওন। ফ্রান্সের ক্রিকেটার আন্তর্জাতিক আঙিনায় পা রেখেই খবরে এসেছিলেন। অভিষেক ম্যাচে তিনি ৫৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ফ্রান্স ৫৪ রানে হারিয়েছিল চেক প্রজাতন্ত্রকে। যদিও ম্য়াকিওনের বিশ্বরেকর্ডের ম্যাচে ফ্রান্স জিততে পারেনি। 

দেখে নেওয়া যাক সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-২০ শতরান রয়েছে যাঁদের
 
গুস্তভ ম্যাকিওন ১৮ বছর ২৮০ দিন- ফ্রান্স বনাম সুইজারল্যান্ড, ভ্যানটা, ২০২২
হাজারাতুল্লাহ জাজাই ২০ বছর ও ৩৩৭ দিন- আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, দেহরাদুন, ২০১৯
সুকুমার পেরিয়ালওয়ার ২১ বছর ও ১৬১ দিন- রোমানিয়া বনাম তুরস্ক, ইলফভ কাউন্টি, ২০১৯
অর্কি়ড তুইসেঙ্গে, ২১ বছর ও ১৯০ দিন- রাওয়ান্ডা বনাম সেচেলেস, কিগালি ২০২১
দীপেন্দ্র সিং আইর, ২২ বছর ৬৮ দিন- নেপাল বনাম মালয়েশিয়া, কাঠমাণ্ডু, ২০২২

আরও পড়ুন: Neeraj Chopra | Commonwealth Games 2022: চোটের জন্য কমনওয়েলথ থেকে সরে দাঁড়ালেন নীরজ!'

আরও পড়ুনBisheshwar Nandi | CWG 2022: দীপার গুরু বিশ্বেশ্বরই এবার কমনওয়েলথে প্রণতিদের কোচ

আরও পড়ুনNeeraj Chopra: এক সঙ্গে তিনটি ছবির প্রস্তাব নীরজকে! 'সোনার ছেলে' কী বললেন?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.