মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি, গ্যালারিতে বাংলাদেশিদের পাক-সমর্থনে অভিভূত Rizwan

সোমবার সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ১২৪ রান তোলে বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ওই রান তুলে নেয় পাকিস্তান। 

Updated By: Nov 22, 2021, 11:48 PM IST
মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি, গ্যালারিতে বাংলাদেশিদের পাক-সমর্থনে অভিভূত Rizwan

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশকে টি-২০ সিরিজে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান। তবে গোটা সিরিজের ফলাফলের চেয়ে বেশি আলোচিত হয়েছে বাংলাদেশের নাগরিকদের একাংশের পাকিস্তান-প্রীতি নিয়ে। পাকিস্তানের জার্সি পরে রীতিমতো বাবর আজমদের সমর্থন দিতে দেখা গিয়েছে সমর্থকদের। যে দৃশ্য দেশে গত ম্যাচে ফখর জামান তো বলেই দিয়েছিলেন,''মনে হচ্ছে পাকিস্তানে খেলছি।'' শেষ ম্যাচেও ব্যতিক্রম হল না। সিরিজ সেরা রিজওয়ানের মনে হল, যেন স্বদেশেই খেলছে পাকিস্তান।        

সিরিজ সেরার পুরস্কার নেওয়ার পর এ দিন পাক ব্যাটসম্যান রিজওয়ান বলেন, ''সমর্থকদের ধন্যবাদ দিতে চাইব, মনে হচ্ছিল পাকিস্তানেই খেলছি আমরা।'' দ্বিতীয় ম্যাচেও একই কথা শোনা গিয়েছিল তাঁর সতীর্থ ফখর জামানের মুখে। বাংলাদেশের মাটিতে সমর্থন পেয়ে অভিভূত পাক ব্যাটসম্যান বলেছিলেন,''এত সমর্থনের কারণ বুঝতে পারছি না। ২০১৮ সালেও এমন সমর্থন দেখিনি। সবাইকে ধন্যবাদ। মনে হচ্ছে পাকিস্তানেই ম্যাচ হচ্ছে। উইকেট পেলে বা ভাল শট খেললে সমর্থন পাচ্ছি। ভালই লাগছে।''

সোমবার সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ১২৪ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ রান ওপেনার মহম্মদ নইমের। তবে টি-২০-র হিসেবে ধীরলয়ে খেলেছেন বাংলাদেশি ওপেনার। ৫০ বল খেলে ৪৭ রানে আউট হয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ওই রান তুলে নেয় পাকিস্তান। 

আরও পড়ুন- Viv Richards: ৪৭ বছর আগের বিশেষ ঘটনা মনে করে নস্ট্যালজিক ভিভ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.