MS Dhoni Birthday: দেখতে দেখতে ৪২-এ পা দিলেন ধোনি, শুভেচ্ছা জানালেন সচিন-বীরু-পন্থ-ভাজ্জি-হার্দিক

এদিকে তিনবার আইসিসি (ICC) ট্রফি জেতা ধোনিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই (BCCI)। সত্তর সেকেন্ডের ধোনি। বিশালাকায় সব ছক্কা দিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছো জানিয়েছে বোর্ড। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 7, 2023, 06:19 PM IST
MS Dhoni Birthday: দেখতে দেখতে ৪২-এ পা দিলেন ধোনি, শুভেচ্ছা জানালেন সচিন-বীরু-পন্থ-ভাজ্জি-হার্দিক
মহেন্দ্র সিং ধোনি 42 নট আউট।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), এই নামটি নিয়ে যতকিছুই বলা হোক না কেনো সবকিছু কম পড়ে যাবে। শুধু ভারতেরই (Team India) নন, বিশ্ব ক্রিকেটের সর্বসেরা অধিনায়কদের মধ্যে অন্যতম একজন হলেন তিনি। যিনি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজরে আজীবন ভগবান হয়ে থাকবেন। সেই ভগবান পা দিলেন ৪২ বছর বয়সে।

রাঁচির অলিগলি থেকে ভারতীয় ক্রিকেটের সিংহাসন দখল করছেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন। দু’বার যার মাথায় উঠেছে বিশ্বজয়ীর শিরোপা। সেই 'ক্যাপ্টেন কুল'-এর আজ জন্মদিন। ৪১ পেরিয়ে ৪২ বছরে পা দিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। ক্রিকেট জীবনে হেন কোনও ট্রফি নেই, যা ধোনি জেতেননি। ৫০ ওভারের বিশ্বকাপ? আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ? আছে। আইপিএল ট্রফি? তাও আছে। মোট পাঁচবার বিদেশের মাটিতে সাফল্য? সেই তালিকাও নেহাত ছোট নয়। স্বভাবতই এহেন দেশের সর্বকালের অন্যতম সেরা ফিনিশারের জন্মদিনে তাঁর সতীর্থরা শুভেচ্ছা জানালেন। সেই তালিকায় কিন্তু বেশ বড়। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বীরেন্দ্র শেহওয়াগ (Viender Sehwag), যুবরাজ সিং (Yuvraj Singh), হরভজন সিং (Harbhajan Singh) থেকে শুরু করে ঋষভ পন্থ (Rishabh Pant), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সবাই ধোনি বন্দনায় মগ্ন। 

এদিকে তিনবার আইসিসি (ICC) ট্রফি জেতা ধোনিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই (BCCI)। সত্তর সেকেন্ডের ধোনি। বিশালাকায় সব ছক্কা দিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছো জানিয়েছে বোর্ড। সেই ভিডিয়োতে ধোনির একাধিক ছক্কা থাকলেও নেই সেই আইকনিক ছক্কা। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে নুয়ান কুলশেখরাকে গ্যালারিতে ফেলে বিশ্বজয় করেছিল ভারত। সেই ছক্কা ভারতের ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেওয়ার কথা। কিন্তু অবিশ্বাস্য ভাবে ধোনির সেই ছক্কাই জায়গা পায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পোস্ট করা ভিডিয়োতে।

আরও পড়ুন: Babar Azam, IND vs PAK: 'ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবেন?' চমকে দেওয়া মন্তব্য পাক অধিনায়কের!

আরও পড়ুন: Sourav Ganguly 51th Birthday: ৫১তম জন্মদিনের আগে রহস্য বাড়ালেন মহারাজ! কিন্তু কীভাবে?

বিসিসিআই ধোনিকে শুভেচ্ছা জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে বোর্ড লিখেছে, 'ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড। দেশের প্রাক্তন অধিনায়ক এবং অন্যতম সেরা একজন যিনি খেলাটাকে সমৃদ্ধ করেছেন, সেই এমএস ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা।' 

 ২০১৯ সালের বিশ্বকাপে মিচেল স্টার্ককে মারা বিশাল ছক্কা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। সেই ছক্কাও জায়গা পেয়েছে ৭০ সেকেন্ডের ভিডিয়োতে। খুব সহজে মাঠ পার করতেন ধোনি। সেরা ফিনিশার। যত কঠিনই হোক ম্যাচ, তা ছোট করতেন। জেতার আশা শেষ পর্যন্ত জিইয়ে রাখতেন। সেই মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। খেলে চলেছেন আইপিএল। এবারের মেগাটুর্নামেন্ট জিতেছেন ধোনি। আগামী বছরও ধোনি-ম্যাজিক দেখার অপেক্ষায় গোটা দেশ। 

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক ছিলেন ধোনি। পাশাপাশি টিম ইন্ডিয়ায় তাঁর বেশ কয়েকজন 'কাছের' বন্ধুও রয়েছেন। তবে ধোনির বন্ধু তালিকায় সবথেকে উপরের দিকে রয়েছেন, তিনি আর কেউ নন বরং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার সুরেশ রায়না। আর সেকারণেই ধোনির ৪২তম জন্মদিনে রায়না তাঁকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

ভারতের হয়ে ধোনি ৯০টি টেস্ট ম্যাচ, ৩৫০টি একদিনের ম্যাচ এবং ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে তিনি ৩৮.১ ব্যাটিং গড়ে মোট ৪,৮৭৬ রান করেছেন। এরমধ্যে তাঁর ব্যাট থেকে ৬টি শতরান এবং ৩৩টি অর্ধ শতরান রয়েছে। অন্যদিকে একদিনের ক্রিকেটে ৭৩টি অর্ধশতরান এবং ১০টি শতরানের সৌজন্যে ১০,৭৭৩ রান করেছেন। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৭.৬ ব্যাটিং গড়ে মোট ১,৬১৭ রান করেছেন। এই ফরম্যাটে তাঁর দুটি অর্ধ শতরান রয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.