ইংরেজি টেস্টে গম্ভীর থাকলেন, নেই রোহিত, চমক হার্দিক

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের প্রথম দুটো ম্যাচের দল ঘোষিত হল। লোকেশ রাহুলের চোট না সারায় গৌতম গম্ভীরকেই ওপেন করতে দেখা যাবে। শিখর ধাওয়ানের চোট সারেনি। তাই মুরলি বিজয়-গৌতম গম্ভীর জুটিই আগামী ৯ নভেম্বর প্রথম টেস্টে ওপেন করতে নামছেন।  রোহিত শর্মা, ভূবনেশ্বর কুমারও চোটের জন্য খেলতে পারবেন না।

Updated By: Nov 2, 2016, 04:24 PM IST
ইংরেজি টেস্টে গম্ভীর থাকলেন, নেই রোহিত, চমক হার্দিক

ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের প্রথম দুটো ম্যাচের দল ঘোষিত হল। লোকেশ রাহুলের চোট না সারায় গৌতম গম্ভীরকেই ওপেন করতে দেখা যাবে। শিখর ধাওয়ানের চোট সারেনি। তাই মুরলি বিজয়-গৌতম গম্ভীর জুটিই আগামী ৯ নভেম্বর প্রথম টেস্টে ওপেন করতে নামছেন।  রোহিত শর্মা, ভূবনেশ্বর কুমারও চোটের জন্য খেলতে পারবেন না। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ডাবল সেঞ্চুরি করলেও যুবরাজ সিংয়ের নাম সেভাবে আলোচনাতেও আসেনি।

আরও পড়ুন- ভারত বনাম ইংল্যান্ডের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি

চমক বলতে প্রথমবার টেস্ট দলে হার্দিক পাণ্ডের জায়গা পাওয়া। ক দিন আগেই প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়ে ভাল খেলা হার্দিককে মিডিয়াম পেসার-অলরাউন্ডার হিসেবে নেওয়া হল। এতদিন এই বিষয়ে স্টুয়ার্ট বিনিকেই সুযোগ দেওয়া হত। কিন্তু ওয়ানডে-তে নজর কাড়ার পর হার্দিককে একবার দেখে নিতে চান নির্বাচকরা। বাকি দলে আর চমক নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে থাকা শার্দুল ঠাকুর বাদ পড়লেন। তবে করুণ নায়ার, জয়ন্ত যাদবরা কিউইদের বিরুদ্ধে না খেললেও ইংরেজদের বিরুদ্ধে দলে থাকছেন।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৯ নভেম্বর, রাজকোটে।  দ্বিতীয় টেস্ট বিশাখাপত্তনামে ১৭ নভেম্বর।

এক নজরে ঘোষিত ১৫ জনের দল--

মুরলী বিজয়, গৌতম গম্ভীর, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, হার্দিক পাণ্ডে,অমিত মিশ্র, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা,মহম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, করুণ নায়ার। 

.