চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজের 'স্যর' লুক রবীন্দ্র জাদেজার
গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেকটাই অবদান ছিল রবীন্দ্র জাদেজার। মোট এক ডজন উইকেট নিয়ে গত চ্যাম্পিয়ন্স ট্রফির সবথেকে বেশি উইকেটের মালিক হয়েছিলেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও খেলেছিলেন বেশ কিছু মূল্যবান ইনিংস। এবারও বিরাট কোহলির দলকে ভাল কিছু করতে হলে, জাদেজাকেও আগেরবারের মতো পারফর্ম করতে হবে।
![চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজের 'স্যর' লুক রবীন্দ্র জাদেজার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজের 'স্যর' লুক রবীন্দ্র জাদেজার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/27/86546-jadejabaire27-5-17.jpg)
ওয়েব ডেস্ক: গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেকটাই অবদান ছিল রবীন্দ্র জাদেজার। মোট এক ডজন উইকেট নিয়ে গত চ্যাম্পিয়ন্স ট্রফির সবথেকে বেশি উইকেটের মালিক হয়েছিলেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও খেলেছিলেন বেশ কিছু মূল্যবান ইনিংস। এবারও বিরাট কোহলির দলকে ভাল কিছু করতে হলে, জাদেজাকেও আগেরবারের মতো পারফর্ম করতে হবে।
আরও পড়ুন দুঃসময়ে ক্যাপ্টেন বিরাট কোহলিকে পাশে পেলেন না কোচ অনিল কুম্বলে
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে জাদেজাও একেবারে নতুন লুকে। নিজেই টুইটারে ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'ইংল্যান্ডে খেলব। স্যারদের মতো লুক চাই তো। তাই এমন। ক্লাসও থাকলো আবার একেবারে তরতাজা।' এখন দেখার, তরতাজা লুক নিয়ে স্যর জাদেজা কেমন পারফরম্যান্স করেন। প্রসঙ্গত, ৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামার আগে ভারত দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। একটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অন্যটি বাংলাদেশের বিরুদ্ধে। এবার নিজেই দেখে নিন জাদেজার নতুন লুকের ছবি।
আরও পড়ুন একদিনের ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন বিলাল ইরশাদ