এল ক্লাসিকোয় ফের হার মেসিদের

বদলার এল ক্লাসিকোতেও হারতে হল মেসিদের। এক সপ্তাহের ব্যবধানে পরপর দুটো এলক্লাসিকোতে হারল বার্সা।  বার্নাবিউতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দিলেন রোনাল্ডোরা। খেলার ছয় মিনিটে মোরাতার দুরন্ত পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজামা। ১৮ মিনিটে বার্সাকে সমতায় ফেরান লিও মেসি।

Updated By: Mar 2, 2013, 10:26 PM IST

রিয়াল মাদ্রিদ (২) বার্সেলোনা (১)
বদলার এল ক্লাসিকোতেও হারতে হল মেসিদের। এক সপ্তাহের ব্যবধানে পরপর দুটো এলক্লাসিকোতে হারল বার্সা।  বার্নাবিউতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দিলেন রোনাল্ডোরা। খেলার ছয় মিনিটে মোরাতার দুরন্ত পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজামা। ১৮ মিনিটে বার্সাকে সমতায় ফেরান লিও মেসি।
দেখুন এল ক্লাসিকো ম্যাচের ঝলক/হাইলাইটস
লা লিগায় টানা ষোলো ম্যাচে গোল করে নজির গড়লেন আর্জেন্টিনীয় সুপারস্টার। এল ক্লাসিকোয় আটেরো গোল করে কিংবদন্তি দি স্টেফানোকে ছুঁলেন মেসি। ৮১ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন সার্জিও রামোস।
মেসির গোল দেখুন
তবে এদিনের ম্যাচে হারলেও লা লিগায় বার্সালোনাক এখনও রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে। মাত্র চার দিন আগে ন্যু কাম্পে নেমে বার্সাকে ৩-১ চুরমার করেছিল রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ২৫ ম্যাচে মোরিনহো ব্রিগেড অপরাজিত থাকার নজির গড়ল। এমনকী লা লিগায় বের্নাবৌতে শেষ ১২ ম্যাচে ১১টা জিতল রিয়াল। সাম্প্রতিক ‘এল ক্লাসিকো’য়ে তাদের সাফল্যও ঈর্ষণীয়।

.