জিতলেন রজার, শেষ চারে মুখোমুখি মারে

প্রত্যাশা মতোই সঙ্গাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন রজার ফেডেরার। খেলার ফল ৭-৬, ৪-৬, ৭-৬, ৩-৬, ৫-৬। এই নিয়ে মোট দশ বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ফেডেরার। সেই সঙ্গেই ৩৩টি গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে খেলার রেকর্ড গড়লেন তিনি। সেমি ফাইনালে ফেডেরারের প্রতিপক্ষ তৃতীয় বাছাই অ্যান্ডি মারে।

Updated By: Jan 23, 2013, 06:29 PM IST

প্রত্যাশা মতোই সঙ্গাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন রজার ফেডেরার। খেলার ফল ৭-৬, ৪-৬, ৭-৬, ৩-৬, ৫-৬। এই নিয়ে মোট দশ বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ফেডেরার। সেই সঙ্গেই ৩৩টি গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে খেলার রেকর্ড গড়লেন তিনি। সেমি ফাইনালে ফেডেরারের প্রতিপক্ষ তৃতীয় বাছাই অ্যান্ডি মারে।
এর আগে গ্র্যান্ড স্লামে ফেডেরার-মারে তিন বারের সাক্ষাতে তিনবারই জিতেছেন ফেডেরার। তার মধ্যে দু`বারই ছিল হার্ড কোর্টে। দুহাজার দশের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের তিন বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে ফের মুখোমুখি ফেডেরার-মারে। তবে গ্রান্ড স্লামে ফেডেরারকে হারাতে না পারলেও টেনিস সার্কিটে দুজনের মোট ১৯ বারের সাক্ষাতে কান ঘেষে এগিয়ে রয়েছেন মারেই(১০-৯)। দু`জনের শেষ বার সাক্ষাত হয়েছিল গত বছর উইম্বলডনে। ফেডারারের সামনে যেখানে ২৫ তম গ্র্যান্ড স্লাম ফাইনাল ও ষষ্ঠ বারের জন্য অস্ট্রলিয়ান ওপেন ফাইনালে খেলার হাতছানি সেখানে মারের সামনে রয়েছে একগুচ্ছ স্বপ্ন। তিন বারের হারের বদলা, গ্র্যান্ড স্লামে ফেডেরারের বিরুদ্ধে প্রথম জয় ও দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের পথে একধাপ এগিয়ে যাওয়া।
শুক্রবার মুখোমুখি হচ্ছেন ফেডেরার-মারে।

.