বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিতে সৌরভ, সচিন, লক্ষ্মন

অবশেষে জল্পনার অবসান হতে চলেছে। ধোনিদের মাথার উপর বসতে চলেছে সৌরভ, সচিন ও লক্ষ্মনদের নিয়ে তৈরি বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটি। তবে কোচ বা টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কে বা কারা বাংলাদেশ সফরে যাবেন তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। ক্রিকেট মহল মনে করছে, বাংলাদেশ সফরে টিডি হিসাবে রবি শাস্ত্রী না সৌরভ গাঙ্গুলি কে বিমানে উঠবেন সেটা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যাবে।

Updated By: Jun 1, 2015, 02:27 PM IST
বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিতে সৌরভ, সচিন, লক্ষ্মন

ওয়েব ডেস্ক: অবশেষে জল্পনার অবসান হতে চলেছে। ধোনিদের মাথার উপর বসতে চলেছে সৌরভ, সচিন ও লক্ষ্মনদের নিয়ে তৈরি বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটি। তবে কোচ বা টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কে বা কারা বাংলাদেশ সফরে যাবেন তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। ক্রিকেট মহল মনে করছে, বাংলাদেশ সফরে টিডি হিসাবে রবি শাস্ত্রী না সৌরভ গাঙ্গুলি কে বিমানে উঠবেন সেটা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যাবে।

বোর্ড সচিব অনুরাগ ঠাকুর টুইটে জানান, প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও সচিনকে নিয়ে এক গুরুত্বপূর্ণ কমিটি তৈরি হচ্ছে যেখানে সর্বসম্মতিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে পরামর্শ দেবেন তাঁরা। ভিভিএস লক্ষ্মন থাকবেন তৃতীয় উপদেষ্টা হিসাবে।

তবে এখনও অস্পষ্ট এই তিন তারকার সঠিক কী রোল থাকবে বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিতে। বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। অনেকেই মনে করছিলেন ভারতীয় দলের কোচ কিংবা হাই পারফরমেন্স ম্যানেজার হতে চলেছেন সৌরভ। কোনও কোচ ছাড়াই বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় দল। বোলিং কোচ হিসাবে সঞ্জয় বাঙ্গার, ভারত অরুন এবং আর শ্রীধর ফিল্ডিং কোচ হিসাবে থাকছেন।

.