সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজ জিতলেন ভারতের সাই প্রনীথ

সতীর্থ কিদাম্বিকে তিন গেমের লড়াইয়ে হারিয়ে সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজ জিতলেন ভারতের সাই প্রনীথ। প্রথমবার কোনও সুপার সিরিজ খেতাব জিতলেন ভারতের এই শাটলার। সিঙ্গাপুর ওপেনের অল ইন্ডিয়া ফাইনালে চ্যাম্পিয়ন হলেন সাই প্রনীথ। নিজের থেকে র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে প্রথমবারের জন্য কোনও সুপার সিরিজ ট্রফি হাতে তুললেন প্রনীথ। প্রথম গেম হারের পর পরপর দুটি গেম জিতে চ্যাম্পিয়ন হন তরুণ এই শাটলার।

Updated By: Apr 16, 2017, 11:12 PM IST
সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজ জিতলেন ভারতের সাই প্রনীথ

ওয়েব ডেস্ক: সতীর্থ কিদাম্বিকে তিন গেমের লড়াইয়ে হারিয়ে সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজ জিতলেন ভারতের সাই প্রনীথ। প্রথমবার কোনও সুপার সিরিজ খেতাব জিতলেন ভারতের এই শাটলার। সিঙ্গাপুর ওপেনের অল ইন্ডিয়া ফাইনালে চ্যাম্পিয়ন হলেন সাই প্রনীথ। নিজের থেকে র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে প্রথমবারের জন্য কোনও সুপার সিরিজ ট্রফি হাতে তুললেন প্রনীথ। প্রথম গেম হারের পর পরপর দুটি গেম জিতে চ্যাম্পিয়ন হন তরুণ এই শাটলার।

আরও পড়ুন রিয়েল লাইফের ধোনির হয়ে এবার ব্যাট ধরলেন রিল লাইফের ধোনি

দ্বিতীয় এবং তৃতীয় গেম জিততে অবশ্য খুব বেশি বেগ পেতে হয়নি প্রনীথকে। অন্যদিকে সিঙ্গাপুর সুপার সিরিজের এই ম্যাচটি ইতিহাসের পাতায়েও স্থান পেল। এই প্রথম কোনও সুপার সিরিজের ফাইনালে প্রতিদ্বন্দ্বী ছিলেন দুই ভারতীয়। এর আগে চিন, ইন্দোনেশিয়া এবং ডেনমার্কের দুই শাটলার প্রতিদ্বন্দ্বী হিসাবে সুপার সিরিজের ফাইনালে খেলেছেন।

আরও পড়ুন  এবারের আইপিএলে চার ম্যাচে হরভজন সিংয়ের পারফরম্যান্স কিন্তু বেশ ভাল

.