Shreyas Iyer | IND vs NED: শতরানেই পেলেন সেরার পুরস্কার, শ্রেয়সের মনে হচ্ছিল এ যেন 'ডেজা ভু'!

Shreyas Iyer Says Its Feel Like Deja vu After Heroic Knock Against IND vs NED: শ্রেয়স আইয়ার হলেন ম্য়াচের সেরা। তাঁর অপরাজিত শতরান নিয়েই চর্চা হয়েছে বেঙ্গালুরুতে। শ্রেয়স জানালেন যে তিনি কী ভাবছেন!

Updated By: Nov 12, 2023, 10:10 PM IST
Shreyas Iyer | IND vs NED: শতরানেই পেলেন সেরার পুরস্কার, শ্রেয়সের মনে হচ্ছিল এ যেন 'ডেজা ভু'!
সেঞ্চুরির পর শ্রেয়স আইয়ার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়ে নয়!  চলতি বিশ্বকাপের (Cricket World Cup 2023) একমাত্র দল হিসেবে ভারতই লিগ পর্যায়ে থাকল অপরাজিত। 'আনবিটেন চ্য়াম্পিয়ন' হয়েই সেমি-ফাইনাল খেলতে নামবে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। রবিবার অর্থাৎ আজ, ভারত লিগ পর্যায়ের শেষ ম্য়াচ খেলল নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED, Cricket World Cup 2023)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M Chinnaswamy Stadium, Bengaluru) ভারত জিতল ১৬০ রানে। রোহিতদের কাছে এই ম্য়াচ ছিল নেহাতই নিয়মরক্ষার। জেতা-হারায় পয়েন্ট টেবলে, কোনও ফারাক পড়বে না জেনেও ভারত ভাঙেনি 'উইনিং কম্বিনেশন'। দল ছিল অপরিবর্তিত। ভারতের শেষ চারের টিকিট কাটা হয়ে গিয়েছিল আগেই। আগামী ১৫ নভেম্বর (বুধবার) ভারত-নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে চলতি কাপযুদ্ধের প্রথম সেমিফাইনাল। তার আগে রানের আতসবাজিতেই দীপাবলি সেলিব্রেট করল টিম ইন্ডিয়া। প্রথমে ব্য়াট করে রোহিত অ্যান্ড কোং ৫০ ওভারে চার উইকেটে তুলেছিল ৪১০ রান। সৌজন্যে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও কেএল রাহুলের (KL Rahul) জোড়া শতরান। অপরাজিত সেঞ্চুরিতেই শ্রেয়স হলেন ম্য়াচের সেরা। জানালেন এই ইনিংস খেলার অনুভূতি।

আরও পড়ুন: IND vs NED | World Cup 2023: রানের ফুলঝুরি-রংমশালেই দীপাবলিতে ভারতের নয়ে নয়!

খেলার পর শ্রেয়স সম্প্রচারকারী চ্যানেলে বলেন, 'দেখুন আমার কেমন যেন ডেজা ভু (যখন জীবনে প্রথমবার ঘটা কোনও ঘটনার, অনুভূতিতে থাকে অতীতেই পেয়ে যাওয়ার স্বাদ) হচ্ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এমনটা ঘটেছিল। আমি উইকেট ছুড়ে দিয়ে এসেছিলাম। তবে এবার অপরাজিতই থাকতে চেয়েছিলাম। শরীরে খিঁচুনি ধরার জন্য় যে ওষুধগুলি খেয়েছিলাম, চেয়েছিলান সেগুলি কাজ করে দেখাক। আজ সেটা হয়েছে। আমি খুবই খুশি। বিগত কয়েক দিন ব্য়াট হাতে রান পেয়েছি। সেটাই কাজে লাগল এবার। উইকেটে দ্বিমুখী গতি ছিল। যার ফলে খেলতে হয়েছে সুকৌশলে। শুরুতেই আমি রান করতে চেয়েছিলাম। নেটে এরকম শট প্রচুর নিয়েছি। মাথা নীচু করেই সোজা মারতে চেয়েছিলাম। এরপর ফলো থ্রু হবে ব্য়াটের, আমার কাঁধের পিছন থেকে।'

এদিন বেঙ্গালুরু ছিল শুধু শ্রেয়স-রাহুলের দখলেই। ১২৮ বলে তাঁরা ২০৮ রান যোগ করেন স্কোরবোর্ডে। শ্রেয়স ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকলেন। ১০টি চার ও পাঁচটি ছয়ে সাজালেন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। ১৩৬.১৭-এর স্ট্রাইক রেটে করলেন ব্য়াট। রাহুলের ব্য়াটেও ছিল রানের রোশনাই। রাহুল ৬৪ বলে করলেন ঝোড়ো ১০২। ১১টি চার ও চারটি অসাধারণ ছয় মারলেন ভারতের মিডল অর্ডারের নক্ষত্র যোদ্ধা। ১৫৯.৩৭-এর স্ট্রাইক রেটে ব্য়াট করেছেন রাহুল। শ্রেয়স এদিন তাঁর বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন। প্রথম ভারতীয় ব্য়াটার হিসেবে ডাচদের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্য়াচে সেঞ্চুরি করার রেকর্ডও করলেন। শ্রেয়স চতুর্থ ভারতীয় ব্য়াটার হিসেবে এই মাঠে সেঞ্চুরি করলেন। তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর (৯৭ সালে নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে, ২০১১ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে), রোহিত শর্মা (২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি, ২০২০ সালে ক্য়াঙারু বাহিনীর বিরুদ্ধেই শতরান), ইউসুফ পাঠান (২০১০ সালে নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে ৯৬ বলে ১২৩ রান)। অন্যদিকে রাহুল এদিন তাঁর কোচ দ্রাবিড়ের ক্লাবে নাম লেখালেন। এর আগে বিশ্বকাপে একমাত্র ভারতীয় উইকেটকিপার-ব্য়াটার হিসেবে শতরানের রেকর্ড ছিল 'দ্য় ওয়াল'-এর। তিনি ১৯৯৯ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এদিন রাহুল দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার-ব্য়াটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করলেন।

আরও পড়ুন: WATCH | Team India's Diwali Party: টিম ইন্ডিয়ার দিওয়ালি পার্টিতে আলাদা করে নজর কাড়লেন অনুষ্কা শর্মা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.