মেসি না রোনাল্ডো? সৌরভের সমর্থন কার দিকে?

সৌরভ গঙ্গোপাধ্যায় কার হয়ে গলা ফাটাবেন? 

Updated By: Jun 9, 2018, 12:25 PM IST
মেসি না রোনাল্ডো? সৌরভের সমর্থন কার দিকে?

নিজস্ব প্রতিনিধি : মেসি নাকি রোনাল্ডো? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে বাঙালির ঘরে ঘরে এখন এই দুটো প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বাংলার এই ফুটবল উত্তেজনা থেকে বাদ পড়েননি বাঙালির ক্রিকেট আইকন। সৌরভ গঙ্গোপাধ্যায় কার হয়ে গলা ফাটাবেন? 

আরও পড়ুন-  বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' :স্পার্টাক স্টেডিয়াম

তিনি বরাবর মারাদোনার ভক্ত হিসাবেই পরিচিত। কিন্তু তিনি যে মারাদোনার উত্তরসূরীরও বড় ভক্ত সেটা জানালেন নিজেই। এক অনুষ্ঠানে গিয়ে মহারাজ বললেন, ''আমি মেসির ভক্ত। মেসির জন্য অনেক শুভকামনা রইল। রাশিয়া বিশ্বকাপ ওর কাছে খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। তবে নতুন করে মেসির আর কিছু প্রমাণ করার নেই। আশা করব এবার বিশ্বকাপে ও আরও ভাল কিছু করে দেখাবে।'' 

আরও পড়ুন- বিশ্বকাপ শুরুর আগে কষ্টের জয় জার্মানির

মারাদোনা, মেসির ভক্ত 'দাদা' কিন্তু আবার বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক নন। ''ব্রাজিল আমার ফেভারিট টিম। ব্রাজিলের প্লেয়িং স্টাইল আমার খুব পছন্দের। বিশ্বকাপে তাই ওদেরকেই সমর্থন করব।'' বলছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ফুটবলের কথার মাঝে ক্রিকেটের প্রসঙ্গও উঠল। সামনেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সৌরভ কিন্তু বিরাট কোহলির দলের ব্যাপারে আশাবাদী। বলছেন, ''দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে ভারতীয় দলের একচেটিয়া আধিপত্য দেখে আমি আত্মবিশ্বাসী। একইরকম ছন্দ ধরে রাখতে পারলে ইংল্যান্ডে বিরাটরা অবশ্যই জিতবে।'' কিছুদিন আগে লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে নয় উইকেটে টেস্ট ম্যাচ হেরেছে ইংল্যান্ড। সৌরভ সেই প্রসঙ্গ টেনে বলছেন, ''কোহলির দল পাকিস্তানের থেকে অনেক বেশি ব্যালান্সড। তাই ভারতের সিরিজ জেতার সম্ভাবনা অনেক বেশি।''

.