রবিবারের পাতে তিন স্বাদের ক্রিকেট-live All

ক্রিকেটপ্রেমীদের কাছে আজ, রবিবারটা দারুণ কাটার কথা। একই দিনে হাজির তিন ধরনের ক্রিকেট। টেস্টে লর্ডসে চলছে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় ম্যাচের চতুর্থ দিনের খেলা। ওয়ানডে-তে কলম্বোয় তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা। আর হারারেতে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারত খেলছে আয়োজক দেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে। অন্যদিকে, ২০১৬ টি২০ বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বের ম্যাচে আয়ারল্যান্ড খেলছে নিউ জার্সির বিরুদ্ধে।

Updated By: Jul 19, 2015, 04:32 PM IST

ওয়েব ডেস্ক: ক্রিকেটপ্রেমীদের কাছে আজ, রবিবারটা দারুণ কাটার কথা। একই দিনে হাজির তিন ধরনের ক্রিকেট। টেস্টে লর্ডসে চলছে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় ম্যাচের চতুর্থ দিনের খেলা। ওয়ানডে-তে কলম্বোয় তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা। আর হারারেতে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারত খেলছে আয়োজক দেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে। অন্যদিকে, ২০১৬ টি২০ বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বের ম্যাচে আয়ারল্যান্ড খেলছে নিউ জার্সির বিরুদ্ধে।

ভারত-জিম্বাবোয়ে টি২০ ম্যাচ-- টসে জিতে ব্যাট করছে সিকান্দার রাজার নেতৃত্বে খেলা জিম্বাবোয়ে। ভারতের হয়ে অভিষেক হচ্ছে কেরলের ক্রিকেটার সঞ্জু স্যামসনের। হরভজন সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে। মনোজ তিওয়ারি এই ম্যাচেও জায়গা পেলেন না।

 

শ্রীলঙ্কা-পাকিস্তান ওয়ানডে ম্যাচ- সিরিজ ১-১ থাকা অবস্থায় তৃতয়ী ওয়ানডে-তে খেলতে নমেছে দুই দল। টসে জিতে ব্যাট করছে পাকিস্তান। শুরুটা ভালই হয়েছে শ্রীলঙ্কার।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস টেস্টের চতুর্থ দিন- অস্ট্রেলিয়া বড় রানের লিড নিয়ে কুকদের অল আউট করতে ঝাঁপাচ্ছে। সবাই মনে করছে ইংল্যান্ডকে হারিয়ে অ্যাসেজে ১-১ করা ক্লার্কদের এখন শুধু সময়ের অপেক্ষা।

.