WFI Election: কুস্তি ফেডারেশনের নির্বাচন কবে? জানতে পড়ুন

ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ আনায় কুস্তির দায়িত্বে অ্যাড হক কমিটি। সেই অ্যাড হক কমিটি প্রথমে স্থির করেছিল ৬ জুলাই হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন। পরে তা পিছিয়ে ১১ জুলাই করা হয়।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 19, 2023, 09:59 PM IST
WFI Election: কুস্তি ফেডারেশনের নির্বাচন কবে? জানতে পড়ুন
চলে এল সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের আপডেট।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুস্তি ফেডারেশনের (Wrestling Federation Of India Election) নির্বাচন নিয়ে টালবাহানা চলছিল। বারংবার বদলে যাচ্ছিল নির্বাচনের দিন। তবে বুধবার অর্থাৎ ১৯ জুলাই সূত্র মারফত জানা গেল, আগামী ৭ অগস্ট হতে পারে কুস্তি সংস্থার বহু প্রতীক্ষিত নির্বাচন। 

সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন সাক্ষী মালিক (Sakshi Malik)-ভিনেশ ফোগাট (Vinesh Phogat)-বজরং পুনিয়ার (Bajrang Punia) মতো অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীররা। সেই আন্দোলন নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কুস্তির দায়িত্বে এখন অ্যাড হক কমিটি। সেই অ্যাড হক কমিটি প্রথমে স্থির করেছিল ৬ জুলাই হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন। পরে তা পিছিয়ে ১১ জুলাই করা হয়। গুয়াহাটি হাই কোর্টের নির্দেশে তা পিছিয়ে গিয়েছিল আগেই। সোমবার অর্থাৎ ১৭ জুলাই, এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আগামী ২৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে গুয়াহাটি হাই কোর্ট। ফলে সেই দিন পর্যন্ত নির্বাচন হওয়ার আর কোনও সম্ভাবনাই নেই। 

আরও পড়ুন: Antim Panghal VS Vinesh Phogat: এশিয়ান গেমসে কেন ফর্মে না থাকা ভিনেশ? প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিলেন অন্তিম পাঙ্ঘাল

আরও পড়ুন: Satwiksairaj Rankireddy: ৫৬৫ কিমি গতিতে ব্যাডমিন্টনে সার্ভিস! গিনেস বুকে নাম তুলে চমক দিলেন সাত্ত্বিক

এদিকে ব্রিজভূষণ আদালতে স্বস্তি পেয়েছেন। মঙ্গলবার দিল্লি (Delhi) আদালতে হাজিরা দেওয়ার জন্য তাঁকে সমন পাঠানো হয়। আদালতে হাজিরা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত। 
 
ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ আনায় কুস্তির দায়িত্বে অ্যাড হক কমিটি। সেই অ্যাড হক কমিটি প্রথমে স্থির করেছিল ৬ জুলাই হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন। পরে তা পিছিয়ে ১১ জুলাই করা হয়। গুয়াহাটি হাই কোর্টের নির্দেশে তা পিছিয়ে গিয়েছিল আগেই। গত সোমবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল।

সেখানে স্থির হয়েছিল, আগামী ২৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে গুয়াহাটি হাই কোর্ট। ফলে ওই দিন পর্যন্ত নির্বাচন হওয়ার আর কোনও সম্ভাবনাই নেই। কিন্তু সংবাদ সংস্থার খবর অনুযায়ী ৭ অগস্ট হতে পারে ফেডারেশনের নির্বাচন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.