Mohun Bagan Day: দু'দিন ধরে চলবে মোহনবাগান দিবসের অনুষ্ঠান, ক্লাবে চাঁদের হাট! জানিয়ে দিলেন দেবাশিস দত্ত

প্রথমদিন হবে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিভিন্ন পুরস্কার দেওয়া সহ অন্যান্য অনুষ্ঠান হবে দ্বিতীয়দিন। ক্লাব তাঁবুতে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 12, 2023, 08:28 PM IST
Mohun Bagan Day: দু'দিন ধরে চলবে মোহনবাগান দিবসের অনুষ্ঠান, ক্লাবে চাঁদের হাট! জানিয়ে দিলেন দেবাশিস দত্ত
'মোহনবাগান দিবস'-এর অপেক্ষায় অগণিত সমর্থকরা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'মোহনবাগান দিবস' (Mohun Bagan Day) উপলক্ষে ২৯ জুলাই ক্লাব তাঁবুতে জমজমাট অনুষ্ঠান গত কয়েক বছর ধরেই সমর্থকদের অন্যতম আকর্ষণ। আর এবার সেই অনুষ্ঠান একদিনের নয়, হবে দু’দিন ধরে। অর্থাৎ, ২৯ জুলাইয়ের পাশাপাশি অনুষ্ঠান হবে ৩০ জুলাইও।

প্রথমদিন হবে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিভিন্ন পুরস্কার দেওয়া সহ অন্যান্য অনুষ্ঠান হবে দ্বিতীয়দিন। ক্লাব তাঁবুতে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা। বৈঠক শেষে ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, "এবার ২৯ জুলাই মহরম। তাই আমরা দু’দিন ধরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমদিন দুপুরে প্রাক্তনদের ম্যাচ হবে। বাকি পুরস্কার বিতরণী সহ অন্যান্য কর্মসূচি ৩০ জুলাই সন্ধ্যায় হবে।' 

আরও পড়ুন: Mohun Bagan Super Giant, CFL 2023: পিছিয়ে থেকেও হামতের হ্যাটট্রিক! টালিগঞ্জকে ৫-১ গোলে উড়িয়ে সবুজ-মেরুন ঝড়

আরও পড়ুন:  Lionel Messi: নতুন ইনিংস শুরু করার জন্য পরিবারকে নিয়ে মিয়ামিতে মেসি, দেখুন ভাইরাল ভিডিয়ো

সূত্র মারফত জানা গিয়েছে যে, এবছরও মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন 'অমর একাদশ'-এর সদস্যদের উত্তরসূরিরা। গতবার থেকেই তাঁদের মঞ্চে রাখা শুরু হয়েছে। পাশাপাশি ফুটবল, ক্রিকেট আর হকিতে সাফল্যের আবহে এবার মোহনবাগান দিবসের অনুষ্ঠানে আরও বেশি সমর্থক যোগ দেবেন বলে মনে করছেন ক্লাব কর্তারা।

পাশাপাশি শতাধিক প্রাক্তন ফুটবলার আসবেন বলেই দাবি করা হচ্ছে। তবে মোহনবাগান রত্ন, জীবনকৃতি বা বিভিন্ন বিভাগের বর্ষসেরা পুরস্কার কারা পাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। ১৫ জুলাই কার্যনির্বাহী সমিতির সভায় তা ঠিক হবে বলেই খবর।

এদিকে ২৯ জুলাই ক্লাব তাঁবুতে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশিত হবে। তার আগে ২০ জুলাই মোহনবাগানের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্রের জন্মদিনে তাঁর নামাঙ্কিত ক্লাবের মিডিয়া সেন্টার উদ্বোধন করা হবে। আগেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের কার্যনির্বাহী সমিতি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.