Lionel Messi: নতুন ইনিংস শুরু করার জন্য পরিবারকে নিয়ে মিয়ামিতে মেসি, দেখুন ভাইরাল ভিডিয়ো
একাধিক বিদেশি সংবাদমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ক্রেনে করে উপরে উঠে মেসির ম্যুরালে রং লাগাচ্ছেন কয়েকজন। আর তাঁদের কাজ খতিয়ে দেখছেন প্রাক্তন ফুটবল তারকা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে পরিবারকে সঙ্গে নিয়ে আমেরিকায় (America) পা রাখলেন লিওনেল মেসি (Lionel Messi)। সব ঠিকঠাক থাকলে, আগামী রবিবার অর্থাৎ ১৬ জুলাই, ইন্টার মায়ামি (Inter Miami) সরকারি ভাবে পরিচয় করিয়ে দেবে মেসির সঙ্গে। শোনা যাচ্ছে, ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে 'এলএম টেন'-এর (LM 10)। মেসিকে বরণ করে নিতে তৈরি ইন্টার মায়ামি। ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলবেন মেসি। ইন্টার মায়ামির সঙ্গে প্রথম ম্যাচ ক্রুজ আজুল।
আর্জেন্টিনার একটি খুবরের চ্যানেলে সেই মুহূর্ত তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পরিবার-সহ প্রাইভেট জেট থেকে ফ্লোরিডায় নেমে গাড়িতে উঠছেন বিশ্বকাপ জয়ী মহানায়ক। আর্জেন্টিনার একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে বলতে শোনা গিয়েছে, "আমাদের সিদ্ধান্তে আমরা খুশি। নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি। আমার মানসিকতা এবং মস্তিষ্কে পরিবর্তন হচ্ছে না। আমি যেখানেই খেলি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। নতুন ক্লাবের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার চেষ্টা করবো। সেরাটা দেব।"
আরও পড়ুন: Lionel Messi: মেসির অপেক্ষায় ডেভিড ব্যাকহ্যাম! মুরালে দিলেন শেষ তুলির টান, দেখুন ভাইরাল ভিডিয়ো
— Ataque Futbolero (@AtaqueFutbolero) July 11, 2023
— ESPN FC (@ESPNFC) July 11, 2023
এদিকে মার্কিন মুলুকে পা রাখার আগে থেকেই মেসি-আবেগে ভেসে যাচ্ছে মায়ামি। একটি দেওয়ালে মেসির ম্যুরাল আঁকা হয়। মেসি আসছেন, তাই ম্যুরালটিতে রং লাগানো হয়েছে। তার তদারকি করছেন স্বয়ং ডেভিড বেকহ্যাম (David Beckham)। প্রাক্তন তারকার জন্যই ইন্টার মায়ামিতে আসা মেসির। ক্লাবের কো-ওনার তিনি। মেসিকে নিয়ে ইতমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে শোরগোল পড়ে গিয়েছে। এবার তাঁর মাঠে নেমে পড়ার অপেক্ষায় রয়েছে ফুটবল দুনিয়া।
— ESPN FC (@ESPNFC) July 9, 2023
একাধিক বিদেশি সংবাদমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ক্রেনে করে উপরে উঠে মেসির ম্যুরালে রং লাগাচ্ছেন কয়েকজন। আর তাঁদের কাজ খতিয়ে দেখছেন প্রাক্তন ফুটবল তারকা। স্ত্রী ভিক্টোরিয়া ইংল্যান্ডের প্রাক্তন তারকা প্রসঙ্গে বলেছেন, "ডেভিড কিন্তু দারুণ কাজ করছে। অল্প কয়েকদিন হয়েছে আমরা মায়ামিতে এসেছি। এসেই ডেভিড কাজে নেমে পড়েছে। কোন কাজটা ও পারে না?"
২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলবেন মেসি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুল। তাদের মিডফিল্ডার এরিক লিরা কিন্তু মেসিকে বেশি গুরুত্ব দিতে নারাজ। ইন্টার মায়ামির সঙ্গে ম্যাচটাকেও অন্য আর পাঁচটা ম্যাচের মতোই মনে করছেন এরিক লিরা। মেসির মাঠে নামার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।